CONIC শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত?
১৪.
যদি A={x:x হলো 5,7 দ্বারা বিভাজ্য এবং x<150} হয় তবে P(A) এর সদস্য সংখ্যা কত?
১৫.
একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
১৬.
একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
১৭.
১৮.
একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, “তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে।” ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক কী?
১৯.
যদি E=10,J=20,O=30 এবং T=40 হয়, তাহলে B+E+S+T=?
২০.
নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
২১.
একজন মহিলা বলছেন, “আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।” মহিলার বয়স কত?
২২.
যদি একটি কামান থেকে নিম্নলিখিত ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
২৩.
একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
২৪.
সেই জুটি নির্বাচন করুন যা- “Children : pediatrician” জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
২৫.
২৬.
২৭.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
২৮.
একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যা একটি অনুপাতে ৩ : ২ হলে এবং মহিলা সংখ্যা ২৫ জন হলে- পুরুষের সংখ্যা কত?
২৯.
‘Ubiquitous’ সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
৩০.
পাঁচটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ১৫ সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
৩১.
‘Animal Liberation’ গ্রন্থটির রচয়িতা কে?
৩২.
কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?
৩৩.
বাংলাদেশের ‘নব্য-নৈতিকতার’ প্রবর্তক হলেন-
৩৪.
নিচের কোনটি সুশাসনের মূলনীতি?
৩৫.
“মানুষ হও এবং মরে বাঁচ।” – এটি কার উক্তি?
৩৬.
জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয়?
৩৭.
“দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ।” – উক্তিটি কে করেছেন?
৩৮.
‘সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল’ – এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
৩৯.
নিচের কোনটি ‘SMART Bangladesh’ এর উপাদান?
৪০.
‘Republic’ গ্রন্থটির রচয়িতা কে?
৪১.
Which of the following words can be used as a verb?
৪২.
In which sentence ‘Like’ is used as a preposition?
৪৩.
He died following― the incident The underlined word is a/an–
৪৪.
Writing a diary― is a very good practice to develop the writing skill. The underlined word is a/an--
৪৫.
Fill in the blank with the correct word. ______ he lay on the ground groaning
৪৬.
Find out the meaning of the following phrase: By and large
৪৭.
Choose the best alternative for the underlined. He went back― on his promise of voting for me
৪৮.
‘Let the cat out of the bag’ means ––
৪৯.
He is a man to depend on. The underlined part is ______ .
৫০.
His dream that he will be a B.C.S cadre finally came true. The underlined part is ---
৫১.
Which of the following is a correct simple sentence?
৫২.
Which is the correct complex form of the sentence? ‘A corrupt man cannot win the respect of others’
৫৩.
Find out the correct positive form of the sentence: ‘Who else is the better player than Zaman in the team?’
৫৪.
The submarine dipped to avoid ______ by the enemy plane.
৫৫.
In fear of _____ he escaped elsewhere.
৫৬.
I didn’t follow who passed by me. It____ Shajib.
৫৭.
Samin is my colleague. I ___ him for ten years.
৫৮.
The snow swirls _____ the valley.
৫৯.
There is a coffee shop ____ the street.
৬০.
Identify the correct sentences:
৬১.
Identify the correct sentences:
৬২.
Identify the correct sentences:
৬৩.
Identify the correct sentences:
৬৪.
The antonym of ‘boisterous’ is --
৬৫.
‘Plagiarism’ means-
৬৬.
The two cities in A Tale of Two Cities are -
৬৭.
The line ‘Frailty, thou name is woman’ occurs in Shakespeare’s play -
৬৮.
Who of the following compiled an English Dictionary?
৬৯.
Which is not a poetry form?
৭০.
‘I am a man more sinned against than sinning’ This is uttered by -
৭১.
Which event influenced the literature of the Romantic Period?
৭২.
The author of A Farewell to Arms is -
৭৩.
Who is the most famous satirist in English literature?
৭৪.
Which period is known as “The Golden Age of English Literature”?
৭৫.
Which novel is written by an Indian novelist?
৭৬.
বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
৭৭.
বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ-
৭৮.
‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্হের রচয়িতা-
৭৯.
বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?
৮০.
যোগরূঢ় শব্দ কোনটি?
৮১.
উপসর্গযুক্ত শব্দ-
৮২.
বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
৮৩.
কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
৮৪.
‘শিরশ্ছেদ’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
৮৫.
‘নীলকর’ কোন সমাসের দৃষ্টান্ত?
৮৬.
‘Pedagogy’ শব্দের পরিভাষা-
৮৭.
‘বঙ্কিম’ এর বিপরীত শব্দ কোনটি?
৮৮.
বাংলা একাডেমির ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ কত সালে প্রণীত হয়?
৮৯.
কোন বানানটি শুদ্ধ?
৯০.
‘নদী’র সমার্থ শব্দ কোনটি?
৯১.
চর্যাপদের কবিরা ছিলেন-
৯২.
‘শূন্যপূরাণের’ রচয়িতা-
৯৩.
বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
৯৪.
‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ ।–––– কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
৯৫.
আলাওল কোন শতাব্দীর কবি?
৯৬.
কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
৯৭.
চন্ডীচরণ মুন্সী কে?
৯৮.
‘রত্নপরীক্ষা’ গ্রন্হের রচয়িতা-
৯৯.
স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
১০০.
ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্হের চরিত্র?
১০১.
দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদক-
১০২.
রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
১০৩.
‘তৈল’ প্রবন্ধটি লিখেছেন-
১০৪.
“নাম রেখিছি কোমল গান্ধার” কাব্যের রচিয়তা-
১০৫.
‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’- গানটির রচয়িতা-
১০৬.
শামসুর রাহমানের রচিত উপন্যাস-
১০৭.
সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব-
১০৮.
‘পৃথক পালঙ্ক’ কাব্যগ্রন্হের কবি-
১০৯.
কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
১১০.
“একুশ মানে মাথা নত না করা”- এই অমর পঙ্ক্তির রচয়িতা-
১১১.
নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
১১২.
জলীয় দ্রবণে pH এর সর্বোচ্চ মান কোনটি?
১১৩.
কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?
১১৪.
প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 238U আইসোটোপ থাকে?
১১৫.
জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
১১৬.
গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
১১৭.
এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
১১৮.
অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
১১৯.
প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
১২০.
জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
১২১.
কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
১২২.
রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
১২৩.
ফোটন শক্তি ‘E’ এর সমীকরণটি হল-
১২৪.
দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
১২৫.
ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
১২৬.
Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?
১২৭.
নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?
১২৮.
নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?
১২৯.
১৩০.
একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
১৩১.
নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
১৩২.
নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
১৩৩.
Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
১৩৪.
বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?