বিসিএস কনফিডেন্স অনলাইনে আপনাকে স্বাগত। এখানে কনফিডেন্সের যাবতীয় শর্তাবলি বলা আছে। শর্তাবলি প্রতিপালন করতে প্রত্যেক সেবাগ্রহীতা বাধ্য থাকবে।
১. ভর্তি হওয়ার আগেই নিশ্চিত হতে হবে কোনো কোর্সে ভর্তি হতে চাচ্ছেন। কারণ এক কোর্স থেকে আরেক কোর্সে মাইগ্রেশন সম্ভব নয়।
২. অফলাইনে যেকোনো ব্রাঞ্চে ভর্তি হয়ে অনলাইনে মাইগ্রেশন করা যাবে। সেক্ষেত্রে পুনরায় অফলাইনে ফেরার সুযোগ আর থাকবে না। অনলাইনের তুলনায় অফলাইনে ভর্তির ফি বেশি থাকে সবসময়। কিন্তু কোনো শিক্ষার্থী অফলাইন থেকে অনলাইনে যেতে চাইলে তাকে কোনো ফি ফেরত দেয়া হবে না।
৩. অনলাইনে ভর্তি হয়ে অফলাইনে কনফিডেন্সের যেকোনো ক্যাম্পাসে মাইগ্রেশন করা যাবে। তবে সেক্ষেত্রে ওই শাখার রেগুলার ফি থেকে অনলাইনে প্রদান করা ফি বাদ দিয়ে অবশিষ্ট ফি প্রদান করতে হবে শিক্ষার্থীকে।
৪. ক্লাস টাইম নির্ধারণ করার এখতিয়ার কেবল কর্তৃপক্ষের। তবে শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারবেন এক্ষেত্রে।
৫. ক্লাস টাইম পরিবর্তন, ক্লাসের বিষয় পরিবর্তন এমনকি শিক্ষক পরিবর্তন করার এখতিয়ার এককভাবে কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষার পদ্ধতি ও সময়সূচিতেও পরিবর্তন আনতে পারে কর্তৃপক্ষ।
৬. ক্লাসে সর্বদা অডিয়ো এবং ভিডিয়ো মিউট রাখতে হবে। কেবল প্রশ্ন করার সময় আনমিউট করে প্রশ্ন শেষে আবার মিউট করে দিতে হবে। শিক্ষককে প্রশ্ন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে আলোচনা ব্যাঘাত না ঘটে। সবচে ভালো হয় কোনো একটি টপিক আলোচনা শেষ হলে ওই টপিকের প্রশ্ন করা। যাতে সেসব উত্তর দিয়ে নতুন টপিকের আলোচনা শুরু করা যায়।
৭. আমাদের শিক্ষকমণ্ডলী অত্যন্ত সম্মননীয় ব্যক্তিত্ব। তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে। শিক্ষকের জন্য মর্যাদা হানিকর এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
৮. ভর্তিকৃত শিক্ষার্থী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। কেউ কাউকে অনলাইনে হয়রানি করতে পারবে না। সহপাঠীদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে সবাইকে।
৯. একজনের আইডি দিয়ে অন্যজন ক্লাস করতে পারবে না।
১০. ক্লাস ডাউনলোড করা যাবে না। বাণিজ্যিক উদ্দেশ্যে তা ব্যবহার করা যাবে না। অন্য কোনো সাইটে তা আপলোড করা যাবে না।
উল্লিখিত নিয়মকানুনগুলো কেবলই আমাদের সেবাকে সঠিকভাবে প্রদানের স্বার্থে। শর্তাবলিগুলো মেনে চলার মধ্যেই শিক্ষার্থীদের কল্যাণ নিহিত। তাই আমরা প্রত্যাশা করি আমাদের শিক্ষার্থীরা এসব নিয়ম-কানুন মেনে চলবেন। কারণ তারা যতেষ্ট সংবেদনশীল বলেই আমরা মনে করি।