কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

৪৭তম বিসিএস : পদসংখ্যা নির্দিষ্ট করে পিএসসিকে বিজ্ঞপ্তি দিতে বলল জনপ্রশাসন

৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বুধবার (২৩ অক্টোবর) এ চিঠি পাঠানো হয়েছে পিএসসিতে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৬০ শূন্য পদে ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

৪৭তম বিসিএস : পদসংখ্যা নির্দিষ্ট করে পিএসসিকে বিজ্ঞপ্তি দিতে বলল জনপ্রশাসন

পিএসসিতে পাঠানো চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর চাহিদা মোতাবেক ৩ হাজার ৪৬০ শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে।

গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার নিয়োগ পাবেন এই বিসিএসে। এদিকে এর আগে পিএসসির পক্ষ থেকে বলা হয়েছিল, নভেম্বরের নির্ধারিত সময়ে বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে তারা আশাবাদী।