কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

৪৭তম বিসিএসে অ্যাপিয়ার্ড প্রার্থীদের মানতে হবে যে শর্ত

প্রকাশ: প্রথম আলো, ২৬ জানুয়ারি ২০২৫

৪৭তম বিসিএসে অ্যাপিয়ার্ড প্রার্থীদের মানতে হবে যে শর্ত

৪৭তম বিসিএসে আবেদন চলছে। অ্যাপিয়ার্ড (অবতীর্ণ) প্রার্থীদের জন্য আবেদন কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অ্যাপিয়ার্ড প্রার্থীর যোগ্যতার বিষয়ে ব্যাখ্যায় শর্তের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

 

 

৪৭তম বিসিএসের আবেদন শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তাই শুধু সেসব প্রার্থীকে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যাঁদের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে; অর্থাৎ আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) বা কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। যেকোনো টেলিটক নম্বরের মাধ্যমে আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা দিতে হবে।

 

 

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।