৪৮তম বিশেষ বিসিএসে অ্যাপিয়ার্ড প্রার্থীদের মানতে হবে যে শর্ত
[সূত্র : প্রথম আলো, ০২ জুন ২০২৫]

৪৮তম বিশেষ বিসিএসের আবেদন চলছে। অ্যাপিয়ার্ড (অবতীর্ণ) প্রার্থীদের জন্য আবেদনে কিছু শর্ত জুড়ে দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অ্যাপিয়ার্ড প্রার্থীর যোগ্যতার বিষয়ে ব্যাখ্যায় শর্তের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
৪৮তম বিশেষ বিসিএসের আবেদন শেষ হবে ২৫ জুন সন্ধ্যা ছয়টায়। তাই শুধু সেসব প্রার্থীকে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যাঁদের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৮তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে; অর্থাৎ আগামী ২৫ জুনের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়েছে।
শুধু সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে, যাঁর এমবিবিএস/সমমান, বিডিএস/সমমানের সব লিখিত পরীক্ষা ৪৮তম বিশেষ বিসিএসের আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৫ জুনের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং তিনি উক্ত লিখিত পরীক্ষায় পাস করে ডিগ্রি অর্জন করবেন। তবে শর্ত থাকে যে উক্ত লিখিত পরীক্ষার কোনোটিতে ফেল করাসহ অন্য কোনো কারণে ডিগ্রি অর্জিত না হলে তাঁর প্রার্থিতা বাতিল গণ্য হবে।