কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

৪৮তম বিসিএসের চূড়ান্ত প্রস্তুতি

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদ ২ হাজার ৭০০ আর সহকারী ডেন্টাল সার্জন পদ ৩০০টি। আবেদন প্রক্রিয়া শেষে এবার প্রস্তুতির পালা। পরামর্শ দিচ্ছেন ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আরমান হোসেন রনি [সূত্র : কালের কণ্ঠ, ২৯ জুন ২০২৫]

৪৮তম বিসিএসের চূড়ান্ত প্রস্তুতি

সামনে ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রিলিমিনারি। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা এই বিসিএসে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ১৮ জুলাই পরীক্ষা হতে পারে। হাতে সময় যেহেতু কম, তাই প্রস্তুতিও নিতে হবে পরিকল্পিতভাবে।

 
 
 

কোন অংশে কয় মিনিট সময় বরাদ্দ রাখবেন, আগেই ঠিক করে নিতে হবে। তা না হলে পরীক্ষার সব প্রশ্নের উত্তর সময়মতো দিতে পারবেন না। চাইলে এই সময় ব্যবস্থাপনা (নমুনা) অনুসরণ করতে পারেন—

সাধারণ অংশে মোট ৫০-৫৫ মিনিট। বাংলা—১৫ মিনিট, ইংরেজি—১৫ মিনিট, গণিত—১০-১২ মিনিট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি—১০-১৩ মিনিট।

 
 
 

সাপ্তাহিক রুটিন

প্রতিদিন সকাল-বিকেল দুই ভাগে সময় ভাগ করে জেনারেল ও মেডিক্যাল দুই অংশই পড়ুন। প্রতি সপ্তাহে অন্তত দুদিন মডেল টেস্ট দিন। এক দিন পুরোপুরি রিভিশনের জন্য রাখুন। এক দিন শুধুই বিগত প্রশ্ন বিশ্লেষণ করুন। বাকি দিনগুলোতে পরিকল্পনা করে অন্যান্য প্রস্তুতি নিন। পাশাপাশি প্রতিদিন অন্তত ৫০টি জেনারেল ও ১০০টি মেডিক্যাল এমসিকিউ অনুশীলন করুন। কোনো এমসিকিউ বা টপিকে ভুল হলে নোট করে রাখুন।

 

 

সহায়ক বই

সাধারণ ও মেডিক্যাল অংশের জন্য বাজারে বেশি কিছু ডাইজেস্ট ও সহায়ক বই পাবেন। খোঁজ নিয়ে তুলনামূলক ভালো ও নতুন সংস্করণ নেওয়ার চেষ্টা করুন। এ ছাড়া নিজস্ব হ্যান্ডনোট তৈরির অভ্যাস গড়ে তুলুন। কমন প্রশ্নগুলো আলাদা খাতায় লিখে বারবার রিভিশন দিন।

 

 

বিগত প্রশ্ন অনুশীলন ও মডেল টেস্ট

 

বিগত ৫ বিশেষ বিসিএসের (প্রিলিমিনারি) প্রশ্ন ভালোভাবে অনুশীলন করুন, বিশেষ করে ৩৮ থেকে ৪৫তম। যত বেশি মডেল টেস্ট দেবেন, নিজের দুর্বলতা তত বেশি শনাক্ত করতে পারবেন। ফলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। সবচেয়ে বড় কথা, মডেল টেস্টের মাধ্যমে সময় ব্যবস্থাপনা ঠিক রেখে পরীক্ষা দেওয়ার দক্ষতাও মজবুত হবে। মডেল টেস্টের ক্ষেত্রে সম্ভব হলে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। বিগত প্রশ্নপত্র থেকে সাধারণত ৫০ শতাংশ প্রশ্ন কমন পড়ে। সেগুলো বিশ্লেষণ করে ঘুরেফিরে বারবার আসা প্রশ্নগুলোতে বাড়তি গুরুত্ব দিন।

 

সাধারণ অংশের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু

 

সাধারণ অংশে মূলত বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা থেকে প্রশ্ন আসে। এই অংশের জন্য ৪০তম থেকে ৪৬তম বিসিএস ও পূর্ববর্তী বিশেষ বিসিএসের প্রশ্ন সমাধান করুন। পাশাপাশি বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকস অনুশীলন করুন।

 

 

বাংলা : বানান ও বাক্য গঠন (বিগত প্রশ্নব্যাংক দেখুন), সমার্থক-বিপরীত শব্দ, পরিভাষা (সহায়ক বই থেকে প্রস্তুতি নিন), সাহিত্য (প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সাহিত্যিক ও তাদের রচনাগুলো টেবিল আকারে সাজিয়ে মুখস্থ করুন।)

 

ইংরেজি :  Parts of Speech, Tense, Voice, Narration, Preposition থেকে নিয়মিত প্রশ্ন আসে। শর্টকাট ও ব্যতিক্রম নিয়ম ভালোভাবে পড়ুন।

Vocabulary-অংশের জন্য বিগত প্রশ্নব্যাংক থেকে  Synonyms/Antonyms মুখস্থ করুন।

 

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি : মুক্তিযুদ্ধ, সংবিধান, সংস্থা, উন্নয়ন প্রকল্প—সংক্ষিপ্তভাবে মূল পয়েন্টগুলো পড়ুন।

 

আন্তর্জাতিক সংস্থা ও সাম্প্রতিক ঘটনা : ডব্লিউএইচও, ইউএন, সার্ক, ওআইসি সম্পর্কিত তথ্য পড়ুন।

 

মেডিক্যাল অংশের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু

 

প্রশ্ন সাধারণত ক্লিনিক্যাল ও প্যারাক্লিনিক্যাল বিষয়ের ওপর হয়।

 

1. Medicine: Hypertension, Diabetes, MI, Stroke, Jaundice, Anemia@‰B UwcKGmi Cause, Clinical sign-based cÉGk²i cÉÕ§wZ wbb|

 

2. Surgery: Common surgical conditions (Appendicitis, Hernia, Hydrocele).

 

3. Gynae & Obs: APH, PPH, Pre eclampsia, Eclampsia, Antenatal Care.

 

4. Pediatrics: IMCI guidelines, EPI schedule, Neonatal care, Common pediatric infections.

 

5. Community Medicine: Epidemiology, Screening, Health indicators, IMNCI, Nutrition Programmes.

 

6. Eye (Red eye, cataract, conjunctivitis), ENT (Hearing tests, Common ENT infections), Psychiatry (Depression, Mania, Schizophrenia, Drug names).

 

7. Microbiology & Pathology: Gram staining, Common pathogens,Tumor classification, Inflammation, Cell injury.

 

 

8. Anatomy & Physiology: Heart, Lungs,Thyroid gland,Pancreas,Pituitary gland & their secreted hormones.