কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

৫ দেশে মিশন খুলবে বাংলাদেশ

আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাংকফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে [সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৮ জুন ২০২৫]

৫ দেশে মিশন খুলবে বাংলাদেশ


২০২৬ সালের পর স্বল্প আয়ের দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পর বাংলাদেশকে বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এসব সংকট মোকাবেলাসহ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

 

 

এসব দেশের মধ্যে আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাংকফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে এসব মিশন স্থাপন করা হবে। এসব শহরে মিশন স্থাপনে বিভিন্ন শ্রেণির পদ সৃজনসহ বিভিন্ন বিষয়ে অনুমোদন চেয়ে গত ২ জুন অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 


পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আবু ছুমাইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এসব গুরুত্বপূর্ণ স্থানে কূটনৈতিক উপস্থিতি বাংলাদেশের জন্য শুধু নতুন অর্থনৈতিক সুযোগই সৃষ্টি করবে না, বরং একটি গতিশীল, বহুমাত্রিক ও ভবিষ্যত্মুখী পররাষ্ট্রনীতির ভিত্তিও সুদৃঢ় করবে। উদাহরণ হিসেবে মন্ত্রণালয় বলেছে, ইউরোপের অন্যতম প্রগতিশীল, প্রযুক্তিনির্ভর ও শিক্ষাবান্ধব দেশ আয়ারল্যান্ডে দূতাবাস স্থাপন করা হলে আইটি, স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে প্রবেশাধিকার সহায়ক হবে।

 

 

চিঠিতে আরো বলা হয়, নরওয়ে আন্তর্জাতিক শান্তি, জলবায়ু অর্থায়ন ও মানবাধিকারে অগ্রণী ভূমিকা পালনকারী একটি কল্যাণরাষ্ট্র। দেশটির সঙ্গে কৌশলগত অংশীদারি বাংলাদেশকে বৈশ্বিক উন্নয়ন নীতিতে অধিকতর সম্পৃক্ত করতে পারে।

 


ফ্রাংকফুর্টে মিশন স্থাপন সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, ইউরোপের ‘অর্থনৈতিক হৃৎপিণ্ড’ ফ্রাংকফুর্টে কনস্যুলেট জেনারেল স্থাপন মানে শুধু জার্মানিতে বিপুল প্রবাসী বাংলাদেশিকে সেবাদান করা নয়, বরং সেখানকার বৈদেশিক বাণিজ্য, বিনিয়োগ ও রপ্তানি বাজারে সরাসরি সম্পৃক্ত হওয়া।

 

 

ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি আর্জেন্টিনায় মিশন স্থাপন বাংলাদেশের রপ্তানি পণ্য প্রবেশ, কৃষিভিত্তিক অংশীদারি ও গ্লোবাল সাউথে কূটনৈতিক প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয় চিঠিতে।