কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

[সূত্র : দেশ রূপান্তর, ১৬ জুন ২০২৫]

বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

ইসরায়েল-ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশিদের সুরক্ষার কথা বিবেচনা করে হটলাইন চালু করেছে তেহরানে বাংলাদেশ দূতাবাস। গতকাল রবিবার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ উদ্দেশে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে।’

 

 

ইরানে অবস্থানরত সব বাংলাদেশিকে হোয়াটসঅ্যাপসহ সরাসরি যোগাযোগের জন্য নিম্নোক্ত মোবাইল নম্বরগুলো ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫।

 

দূতাবাসের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদে থাকার এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে বাংলাদেশ দূতাবাস।