বিসিএসে ১০০ নম্বরের ভাইভা, কার্যকর কোন বিসিএসে
সূত্র : প্রথম আলো, ২৭ এপ্রিল ২০২৫

৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান কার্যকর হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন। গতকাল শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের ৮ দফা দাবির বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে পিএসসি। সেখানে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা এবং প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দাবি ছিল ৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।
এ তিনটি দাবির বিষয়ে পিএসসি জানিয়েছে, ৪৫তম বিসিএস থেকেই বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ২০০–এর পরিবর্তে ১০০ নির্ধারণ করার প্রস্তাব ২০২৪ সালের নভেম্বরে কমিশন কর্তৃক সরকারের কাছে প্রদান করা হয়েছিল। কিন্তু সরকারের বিবেচনায় ৪৭তম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। কারণ সরকারের মতে যেহেতু ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আগেই (২০২২ সালে) জারি করা হয়েছে যেখানে ভাইভার নম্বর ২০০ মর্মে ঘোষণা করা হয়েছিল, সেহেতু, এখন ভাইভার নম্বরে রদবদল করা হলে তা আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হতে পারে।
লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করার ব্যাখ্যায় বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রুটিনও ঘোষণা করা হয়েছিল।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার জন্য কমিশন ইতোমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ করার জন্য সরকার কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিস (বযস, যোগ্যতা ও সরাসরি নিযোগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪, সংশোধন করার প্রয়োজন হবে, এবং পিএসসির কিছু অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করতে হবে। এসব বিষয়ে পিএসসি ইতোমধ্যেই বাস্তবায়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে।
লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করার ব্যাখ্যায় বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২০২৪ সালের ২৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, রুটিনও ঘোষণা করা হয়েছিল। কিন্তু তখন সেটি হয়নি। বর্তমান কমিশন ২০২৫ সালের ২৩ মার্চ ঘোষণা দিয়েছিল যে ৮ মে থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ থেকে ৮ মে মোটি ৪৫ দিন হয় অর্থাৎ ছয় সপ্তাহেরও বেশি সময়। কমিশন মনে করে, প্রস্তুতির জন্য ৪৬তম বিসিএস পরীক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছেন।