কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

বিশ্বে কার কাছে কত পরমাণু অস্ত্র আছে?

[সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২১ জুন ২০২৫]

বিশ্বে কার কাছে কত পরমাণু অস্ত্র আছে?

পরমাণু অস্ত্র ইস্যুতে সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দেশ দুটি। এই সংঘাত অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পারতে পারে এই উত্তেজনা। 

 

 

 

গত ১৩ জুন ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। এরপর পাল্টা হামলা শুরু করে ইরানও। এরপর থেকেই এই সংঘাত অব্যাহত রয়েছে।

 

 

ইসরায়েলের দাবি, ইরান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি রয়েছে। তাই তাদের এই সক্ষমতা ধ্বংস করতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, ইরানের দাবি করে বলেছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। পরমাণু অস্ত্র তৈরির কোনও ইচ্ছাই তাদের নেই।

 

 

এদিকে, ইরান-ইসরায়েলের এই সংঘাতের মাঝে আলোচনায় উঠে এসেছে বিশ্বজুড়ে কার কাছে কত পরমাণু অস্ত্র আছে?

 

 

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে পরমাণু অস্ত্র আছে। সেগুলো হলো- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

 

 

এক নজরে দেখা নেওয়া যাক, কার কাছে আছে কত পরমাণু অস্ত্র?

 

১. রাশিয়ার কাছে আছে ৫,৪৪৯টি পরমাণু অস্ত্র


২. যুক্তরাষ্ট্র আছে ৫,২৭৭টি


৩. চীনের আছে ৬০০ পরমাণু অস্ত্র


৪. ফ্রান্সের আছে ২৯০টি


৫. যুক্তরাজ্যের আছে ২২৫টি পরমাণু অস্ত্র

৬. ভারতের আছে ১৮০টি


৭. পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে ১৭০


৮. ইসরায়েলের আছে ৯০টি এবং


৯. উত্তর কোরিয়ার আছে ৫০টি পরমাণু।

এছাড়া আরও কয়েকটি দেশে পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে। সেগুলো তাদের নিজস্ব পরমাণু অস্ত্র নয়। বরং অন্য দেশ সেগুলো মোতায়েন করেছে।

 

 

যেসব দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন আছে

 

বিশ্বের আরও কয়েকটি দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে। যেমন- ইতালিতে ৩৫টি, তুরস্কে ২০টি এবং বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসে ১৫টি করে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা আছে। এগুলোর সবই যুক্তরাষ্ট্রের স্থাপন করা।

 

যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে, এসব অস্ত্রের কার্যক্রমগত নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতে রেখেছে।

 

অন্যদিকে, বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে রাশিয়া। তবে দেশটিতে কতটি পরমাণু অস্ত্র মোতায়েন করা আছে তার কোনও হিসাব প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ।

 

২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা করেন, তার দেশে রাশিয়া স্বল্প ক্ষমতাসম্পন্ন ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে। তথ্যসূত্র: আইসিএএন