বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন
সূত্র : যুগান্তর, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নাম করা হয়েছে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ১৯৫৪ সালে দ্বারোদঘাটন হয় এই ঐতিহাসিক ক্রীড়া স্থাপনার। প্রায় ৩৬ হাজার ধারণক্ষমতার এই স্টেডিয়ামের বর্তমানে সংস্কার কাজ চলছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে (স্মারক নং-৩৪.০৩.০০০০.০০০.৯৯.০০২.২৫.১৫) নাম বদলের তথ্য জানানো হয়েছে। দেশের সব ক্রীড়া স্থাপনা এনএসসির অধীন।
২০০০ সালের ২৬ জুন বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর ওই বছর ১০ নভেম্বর ভারতের বিপক্ষে এই স্টেডিয়ামেই নিজেদের ঐতিহাসিক প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ। ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ভেন্যুর নাম রাখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট শেখ হাসিনার পরিবার এবং তার আত্মীয়স্বজনের নামে বিভিন্ন স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। তারই ধারাবাহিকতায় এই প্রথম কোনো জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হলো। এর আগে জেলা স্টেডিয়ামের পাশাপাশি উপজেলা পর্যায়েও স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি একযোগে দেশের দেড়শ উপজেলা পর্যায়ের শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থানীয় উপজেলার নামে করা হয়েছে।
এদিকে এনএসসির সচিব কাল গণমাধ্যমকে জানান, স্পেন থেকে আনা ফ্লাডলাইট বসানোর কাজ শেষ হবে এই মাসে। জুনের মধ্যে মাঠ বাফুফেকে বুঝিয়ে দেওয়া হবে বলে তিনি আশা করেন।