চাকরিপ্রার্থীদের জন্য যাত্রা শুরু করলো কনফিডেন্সের ওয়েবসাইট
পবিত্র জুমার দিনের প্রার্থনা শেষে সবাই হাজির হয়েছিলেন বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজুর ব্যক্তিগত কার্যালয়ে। রাজধানীর ফার্মগেট ইন্দিরা রোডের সেই আয়োজন আলোকিত করেছিলেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেকটর জেনারেল (ডিআইজি) শামীম ইকবাল। কেক কেটে উদ্বোধন করা হলো চাকরি প্রার্থীদের বহুল কাক্ষিত শিক্ষামূলক ওয়েবসাইট www.bcsconfidence.online।

উদ্বোধক ডিআইজি শামীম ইকবাল বলেন, এই ওয়েবসাইট নিসন্দেহে চাকরিপ্রার্থীদের ব্যাপকভাবে সহায়ক হবে। এই কাজটি আরও আগেই করা উচিত ছিলো বলেও তিনি মন্তব্য করেন। সেই সাথে ওয়েবসাইটকে সমৃদ্ধ করতে আরও সেগমেন্ট যুক্ত করার মূল্যবান পরামর্শও প্রদান করেন।
এমডি বেলাল আহমেদ রাজু তার বক্তব্যে জানান, ওয়েবসাইটটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করা হয়নি। দেশের চাকরিপ্রার্থীদের কল্যাণার্থে এই আয়োজন। কনফিডেন্স সবসময় ব্যতিক্রম ও শিক্ষার্থীবান্ধব প্রোগ্রাম নিয়ে আসে। তারই অংশ হিসেবে এই নয়া সংযোজন। দেশ বিদেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই ওয়েব সাইট ভিজিট করে তাদের চাকরি-প্রস্তুতিকে আরও শাণিত করতে পারবে।
অনুষ্ঠানে ২৪তম বিসিএস ক্যাডার ড. এজাজুল করিম বিপ্লব, কনফিডেন্স ডিরেক্টর আব্দুল্লাহ মামুন রাসেল, বাংলা সাহিত্যের জনপ্রিয় শিক্ষক ও সাহিত্য কথা বইয়ের লেখক রানা ঘোষ, গণিতের দেশসেরা শিক্ষক জীবন হাসান ও রুহুল আমিন মণ্ডল, আন্তর্জাতিক বিষয়াবলির দুর্দান্ত শিক্ষক ফেরদৌস আলম লিমন, এক্সাম কনট্রোলার কাজী আমিনুল হক রাসেল, এমডির একান্ত সহকারী আব্দুর রহিম রিমন, কনফিডেন্স অনলাইন ইনচার্জ আহসান হাবিব মানিক, ভিডিয়ো এডিটর পারভেজ মোশাররফ পল্লব, কল সেন্টার ইক্সিকিউটিভ মারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শুরুতে ওয়েব সাইটের কনটেন্ট বিষয়ে আলোকপাত করেন কনফিডেন্সের সিইও এসএম আতিক ও ক্রেবসোল লিমিটেডের এমডি ও সিইও আহমদ নাছের কাওছার। তারা দেখান যে, এই ওয়েবসাইটে কী কী কনটেন্ট আছে এবং সেগুলো কীভাবে শিক্ষার্থীদের উপকারে আসবে। তারা জানান, ওয়েবসাইটে রয়েছে পিএসসি প্রদত্ত বিসিএস সিলেবাস। বিগত বছরগুলোর প্রিলি ও লিখিত প্রশ্ন। এছাড়া প্রতিদিন গুরুত্বপূর্ণ দেশ বিদেশের ঘটনাগুলোও তুলে ধরা হচ্ছে। সাথে থাকছে চাকরির খবর।
একজন শিক্ষার্থী এই ওয়েবসাইটে নিবন্ধন করে নিয়মিত ফ্রি পরীক্ষা দিতে পারবেন। কনফিডেন্সের শিক্ষকদের কিছু ক্লাসও ফ্রিতে করতে পারবেন। এমডির পরামর্শও নিতে পারবেন তারা। গুরুত্বপূর্ণ আইন, দলিলাদি, শিটের পিডিএফ বিনামূল্যে শিক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন ওয়েব সাইট থেকে। এছাড়া অনলাইন কোর্সে সহজে ভর্তিও হতে পারবে এই ওয়েব সাইটের মাধ্যমে।