কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক [আপডেট : বণিকবার্তা, ৫ মে ২০২৫]

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার

দেশে মার্চের পর এপ্রিলেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসী বাংলাদেশীরা গত মাসে ২৭৫ কোটি বা ২ দশমিক ৭৫ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার। সে হিসাবে গত মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ছিল ৩৪ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের মার্চে। ওই মাসে প্রবাসীরা রেকর্ড ৩২৯ কোটি বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার দেশে পাঠান। এক মাসে এত পরিমাণ রেমিট্যান্স দেশে আসার ক্ষেত্রে অবশ্য রমজান ও ঈদুল ফিতরের ভূমিকা ছিল।

 

ব্যাংক কর্মকর্তারা বলছেন, মার্চের ধারাবাহিকতায় এপ্রিলেও রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি অর্থনীতির জন্য ভালো সংবাদ। সাধারণত ঈদের পরের মাসে রেমিট্যান্স কিছুটা কমে যায়। কিন্তু এবার কিছুটা ভিন্ন চিত্রই দেখা গেছে। এপ্রিলে প্রত্যাশার তুলনায় বেশি রেমিট্যান্স এসেছে। তবে মার্চের তুলনায় ৫৪ কোটি ডলার কম এসেছে প্রবাসী আয়। হুন্ডির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হলে প্রতি মাসেই বৈধ পথে ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স দেশে আনা সম্ভব বলেও মনে করেন তারা।

 
 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান তথা গত বছরের ৫ আগস্ট থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ২৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৯৯ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এসেছিল ১৯ দশমিক ১২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। সে হিসাবে চলতি অর্থবছরে ১০ মাসে প্রবাসীরা ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলার বেশি পাঠিয়েছেন। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২৮ দশমিক ৩ শতাংশ।