এত অভিযান, তবু মশা কেন মরে না - মশকনিধন
গত ৮ থেকে ১৬ মার্চ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশা মারতে মাঠে ছিলেন ১২ শ কর্মী। অভিযান নিয়মিত তদারক করেছেন স্বয়ং মেয়র আতিকুল ইসলাম। এত যে তোড়জোড়, এত আয়োজন, তারপরও কিন্তু মশা কমেনি। কিন্তু কেন? রহস্য কী?

প্রিয় বিসিএস প্রার্থীগণ আসসালামুআলাইকুম। বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। আর প্রস্তুতি মানেই সঠিক পরিকল্পনা ও তার কার্যকর অনুশীলন। পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করার জন্যই এই ওয়েবসাইটটি। তুমি যদি একজন প্রকৃত বিসিএস প্রার্থী হয়ে থাকো তাহলে পুরো ওয়েবসাইটটি ঘুরে দেখো একবার। তোমার প্রস্তুতিকে সহজ করতে যাবতীয় সকল আয়োজন আছে এখানে । আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কনফিডেন্সে রয়েছে দক্ষ শিক্ষকমণ্ডলী। রয়েছে কর্পোরেট সুশাসন। অনুপ্রেরণীয় পরিচালনা পর্ষদ। যোগ্য নেতৃত্ব ও দক্ষ ব্যবস্থাপনা। ফলে আমার বিশ্বাস, প্রস্তুতির জন্য তুমি কনফিডেন্সকেই বেছে নেবে। হোক সেটা অফলাইন কিম্বা অনলাইনে।
প্রিয় বিসিএস প্রার্থীগণ আসসালামুআলাইকুম। বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। আর প্রস্তুতি মানেই সঠিক পরিকল্পনা ও তার কার্যকর অনুশীলন। পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করার জন্যই এই ওয়েবসাইটটি।