কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

গাজার নেতজারিম করিডোর থেকে সেনাদের সরিয়ে নিল ইসরায়েল

সূত্র : কালের কন্ঠ, ১০ ফেব্রুয়ারি ২০২৫

গাজার নেতজারিম করিডোর থেকে সেনাদের সরিয়ে নিল ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজাকে দুই ভাগে বিভক্ত করার জন্য ব্যবহার করা নেতজারিম করিডোর থেকে সৈন্য সরিয়ে নিয়েছে ইসরায়েল। মূলত এই সামরিক অঞ্চলই উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করেছে। এই সিদ্ধান্তকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস।

 

 

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলি সেনারা সেখান থেকে সরে যেতেই শত শত ফিলিস্তিনি কার এবং মালবাহী গাড়িতে নানা পণ্য বোঝাই করে উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন। এ অঞ্চলটি ইসরায়েলের ঘন ঘন হামলায় ধ্বংসস্তুপ হয়েছে। 

 

নেতজারিম করিডোরটি ইসরায়েলের সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ। উত্তর গাজাকে দক্ষিণ থেকে বিভক্তকারী এই ভূমিখণ্ডটি ইসরায়েল সেনা মোতায়েনের জন্য ব্যবহার করত। করিডোরটিতে ইসরায়েলের সেনা মোতায়েনের ফলে গাজা সিটিসহ গাজার উত্তর অংশ ভূখণ্ডটির দক্ষিণ অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

ইসরায়েলি সরকার নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রত্যাহারের আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন যে সেনাবাহিনী ‘রাজনৈতিক নির্দেশ অনুসারে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।’

 

 

এদিকে নেতজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে বিজয় হিসেবে উদযাপন করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি করিডোর দিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে নিজস্ব পুলিশ বাহিনী মোতায়েন করেছে।