কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর জানাজায় লাখো মানুষের সমাগম

সূত্র : প্রতিদিনের বাংলাদেশ, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর জানাজায় লাখো মানুষের সমাগম

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর জানাজায় অংশ নিতে লাখো মানুষ সমবেত হয়েছেন।

 

 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বৈরুতের ক্যামিল চামুন স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জানাজায় নাসরাল্লাহ ও তার উত্তরসূরি হাসেম সাফি-দ্দিনের কফিন এনে রাখা হয়। আয়াতুল্লাহ আলী খামেনি তার ভাষণে নাসরাল্লাহর সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন। হিজবুল্লাহ নেতা নায়েম কাসেম জানিয়েছেন, সংগঠনটি নাসরাল্লাহর পথে চলবে এবং তার ইচ্ছা বাস্তবায়ন করবে।

 

এ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে নাসরাল্লাহর বিশাল পোস্টার লাগানো হয়েছে এবং অনুষ্ঠানটি বিশাল সরাসরি সরাসরি সম্প্রচারিত হয়েছে। হিজবুল্লাহর এই আয়োজন শুধুমাত্র স্থানীয় নয়, বরং একটি আঞ্চলিক বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে। সংগঠনটি ইসরায়েলকে চ্যালেঞ্জ জানিয়ে বলে, 'এই প্রতিরোধ অব্যাহত থাকবে।' এ সময় ইসরায়েলি বিমান বৈরুতের ওপর নিম্ন উচ্চতায় উড়লেও, জানাজার সময় কোনো সহিংসতা হয়নি।