ইসরায়েল-ইরান সংঘাত : হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
[সূত্র : কালের কণ্ঠ, ১৯ জুন ২০২৫]

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং ইরানের ওপর চলমান সামরিক হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে জনতা বিক্ষোভ করেছে। এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার আশঙ্কা বেড়ে যাওয়ায় এই বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভকারীরা বিক্ষোভে ফিলিস্তিনি ও ইরানের পতাকা উড়িয়েছেন এবং অঞ্চলজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড বহন করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।
স্লোগান দিয়ে এবং প্ল্যাকার্ড তুলে ধরে অনেক বিক্ষোভকারী এই সংঘাতকে ‘বিপজ্জনক এবং অন্যায্য যুদ্ধ’ বলে অভিহিত করে মার্কিন যুক্তরাষ্ট্রকে জড়িত না করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি গাজায় হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করারও আহবান জানানো হয়।
এ ছাড়া লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ায়ও বিক্ষোভ হয়েছে।
সূত্র : টিআরটি গ্লোবাল।