কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি

[প্রথম আলো । 08/12/2025]

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি

ঢাকা থেকে অল্প দূরে টাঙ্গাইলের বিভিন্ন কারখানা থেকে তাঁতিদের হাতের কাজের ছন্দোবদ্ধ শব্দ ভেসে আসে। তাঁতিরা রঙিন সিল্ক ও সুতি সুতা ব্যবহার করে বিখ্যাত টাঙ্গাইল শাড়ি বুনে চলেছেন।

 

 

হস্তচালিত তাঁতের এই শাড়ির নাম দেওয়া হয়েছে জেলাটির নামে—টাঙ্গাইল শাড়ি। জেলাটিতে শত শত তাঁতি পরিবার বসবাস করে। এ শাড়িকে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতীক হিসেবে দেখা হয়। বিভিন্ন উৎসব ও বিয়ের অনুষ্ঠানে সমগ্র ভারত উপমহাদেশেই এর ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়।

 

 

শতাব্দীপ্রাচীন এ ঐতিহ্যবাহী শাড়ি বুননের শিল্পকে এ বছর ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে।

 

 

প্রতিটি শাড়ি তৈরি হয় ঐতিহ্য ও কারুশিল্পের সংমিশ্রণে। তাতে থাকে স্থানীয় সংস্কৃতি থেকে উদ্ভূত নান্দনিক নকশা ও জটিল ভাব বা সুর। সাধারণত পুরুষেরা সুতা রং করেন, কাপড় বুনে নকশা তৈরি করেন। নারীরা চরকিতে সুতা ঘুরিয়ে সহায়তা করেন।

 

 

টাঙ্গাইল শাড়ি শুধু সাংস্কৃতিক প্রতীক নয়, এটি শত শত তাঁতি পরিবারের জীবিকা নির্বাহেরও উৎস।

 

 

তবে কাঁচামালের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এবং সস্তা ও মেশিনে বোনা কাপড়ের কারণে তরুণ প্রজন্মের মধ্যে তাঁত পেশায় আগ্রহ কমছে। তাঁতিরা আশা করছেন, ইউনেসকোর স্বীকৃতি ও ঐতিহ্যের মর্যাদা পেলে তাঁদের এ কারুশিল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সহায়তা করবে।