কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

ক্রিকেটে ছয় দলই, সংখ্যায় ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

সূত্র : প্রথম আলো, ১০ এপ্রিল ২০২৫

ক্রিকেটে ছয় দলই, সংখ্যায় ইতিহাস গড়তে যাচ্ছেন নারী অ্যাথলেটরা

২০২৩ সালের অক্টোবরে যখন গ্রীষ্মকালীন অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিশ্চিত হলো, তখনই জানা গিয়েছিল নারী ও পুরুষ দুই বিভাগেই ৬টি করে দল থাকতে পারে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। এবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) নিশ্চিত করল টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেটে দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। কোন খেলায় কয়টি করে দল খেলবে, মোট ইভেন্টের সংখ্যা কত হবে, কতজন করে অ্যাথলেট থাকবেন—এসব বিষয়ও চূড়ান্ত করেছে আইওসি। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় আজ সকালে সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে সংস্থাটি।  

 

 

অলিম্পিকে ক্রিকেট হয়েছিল একবারই। ১৯০০ সালে প্যারিসে ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। দুই দল অংশ নিয়েছিল দুই দিনের এক ম্যাচে। ১২৮ বছর পর অলিম্পিকে প্রত্যাবর্তনে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আইওসি জানিয়েছে নারী-পুরুষ দুই বিভাগেই থাকবে ৬টি করে দল। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

 

দল ও খেলোয়াড়ের সংখ্যা নির্ধারণ করে দিলেও কীভাবে দল বাছাই হবে, সেটি এখনো চূড়ান্ত করতে পারেনি আইসিসি। আগে অবশ্য ধারণা করা হয়েছিল একটি নির্ধারিত তারিখে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ছয়টি দল সুযোগ পাবে অলিম্পিকে। তবে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে যদি সরাসরি খেলার সুযোগ দেওয়া হয়, তবে র‍্যাঙ্কিং থেকে সুযোগ পাবে পাঁচটি দল।

 

 

‘নারীদের অলিম্পিক’

অলিম্পিকে ইতিহাসে প্রথমবার সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের ছাড়িয়ে যাবেন নারী অ্যাথলেটরা। লস অ্যাঞ্জেলেসে পুরুষ অ্যাথলেট থাকবেন ৫ হাজার ১৬৭ জন, নারী অ্যাথলেট ৫ হাজার ৩৩৩ জন।

 

মেয়েদের ফুটবলে দল বাড়ানো ও পুরুষ ফুটবলে দল কমানোর প্রভাবই পড়েছে। মেয়েদের দল বেড়ে ১২ থেকে ১৬ হচ্ছে। অন্যদিকে ছেলেদের ফুটবলে ১৬ দল থেকে কমে অংশে নেবে ১২টি দল। এ ছাড়া মেয়েদের বক্সিংয়ে ইভেন্ট বাড়ায় ও ওয়াটার পোলোতে দুটি দল বাড়ানোর প্রভাব পড়েছে। এ ছাড়া গলফ, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসে নতুন কিছু মিশ্র ইভেন্ট থাকছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। সাঁতারে ফ্রিস্টাইলের মতো ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকেও  প্রথমবার যোগ করা হয়েছে ৫০ মিটার ইভেন্ট।