কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

মাদককারবারিদের দৌরাত্ম্য ও ঔদ্ধত্য

দেশে মাদককারবারিদের দৌরাত্ম্য দিনদিন বাড়িয়া চলিয়াছে। তাহাদের ঔদ্ধত্য এতটাই বাড়িয়া গিয়াছে, যাহা চিন্তাও করা যায় না। তাহারা তাহাদের অনৈতিক বাণিজ্য অব্যাহত রাখিতে হেন কোনো অপকর্ম নাই, যাহা করিতেছে না। এই জন্য তাহারা হুমকি-ধমকি হইতে শুরু করিয়া খুনখারাবি করিতেও পিছপা হইতেছে না। ইত্তেফাকে প্রকাশিত এক প্রতিবেদন হইতে জানা যায় যে, তাহারা এখন মাদকবিরোধী সংগঠন ও প্রতিষ্ঠানগুলিকেও টার্গেট করিতেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের অপহরণ, মুক্তিপণ আদায়ের পাশাপাশি তাহাদের জীবননাশের হুমকি দিতেছে। অর্থকড়ি দিয়া ম্যানেজ করিতে না পারিয়া তাহারা এখন কোনো কোনো ক্ষেত্রে আরো বেপরোয়া ও মরিয়া হইয়া উঠিয়াছে।

মাদককারবারিদের দৌরাত্ম্য ও ঔদ্ধত্য