কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রচারে ফিরল আফগানিস্তানের ‘আরেজো টিভি’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ০৩ মার্চ ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রচারে ফিরল আফগানিস্তানের ‘আরেজো টিভি’

আফগানিস্তানে তালেবান সরকারের নিষেধাজ্ঞা কাটিয়ে পুনরায় সম্প্রচার শুরু করেছে দেশটির টেলিভিশন চ্যানেল ‘আরেজো টিভি’। গত ডিসেম্বর মাসে ‘ইসলামী মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা’ এবং ‘বিদেশি প্রচারণা চালানোর’ অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দিয়েছিল তালেবানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়।

 

 

শনিবার চ্যানেলটির প্রধান বাসির আবিদ জানান, কাবুলে নৈতিকতা প্রচার ও অপবিত্রতা প্রতিরোধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ‘আরেজো টিভির’ সিল খুলে দেওয়া হয় এবং সম্প্রচার পুনরায় শুরু হয়।  ২০২৩ সালের ৪ ডিসেম্বর তালেবান কর্তৃপক্ষ টিভি স্টেশনটি বন্ধ করে এবং চ্যানেলের সাতজন কর্মীকে গ্রেফতার করে, যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়। তবে এতদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ ছিল।  

 

 

আফগানিস্তান সাংবাদিক কেন্দ্র এই পুনরায় চালু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে, তবে এক বিবৃতিতে বলেছে, “এই বন্ধের ঘটনা ছিল গণমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন, যা আদৌ ঘটার কথা ছিল না।” ২০০৬ সালে উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরিফ শহরে প্রতিষ্ঠিত আরেজো টিভি ২০১০ সালে কাবুলে একটি অফিস খুলেছিল, যেখানে মূলত বন্যপ্রাণী বিষয়ক প্রামাণ্যচিত্র এবং তুর্কি ধারাবাহিক ডাবিং করা হতো।  

 

 

তালেবানের তিন বছরের শাসনে আফগানিস্তানের গণমাধ্যম খাত ব্যাপক সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো কাবুলের শাসকদের বিরুদ্ধে সাংবাদিকদের অধিকারের ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলেছে।  

 

 

সংবাদমাধ্যমে স্বাধীনতা পর্যবেক্ষক সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) জানিয়েছে, ২০২৪ সালে অন্তত ১২টি মিডিয়া হাউস বন্ধ করেছে তালেবান সরকার।  তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অবশ্য দাবি করেছেন, “সাংবাদিকদের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই, যদি তারা জাতীয় স্বার্থ ও ইসলামী মূল্যবোধ বিবেচনা করে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকে।”

 

 

এছাড়া আফগান নারীদের পরিচালিত রেডিও স্টেশন ‘রেডিও বেগম’ আবার সম্প্রচারে ফিরতে চলেছে। ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করা ‘রেডিও বেগম’ পাঁচ মাস পর তালেবানের ক্ষমতা দখলের পরও সম্প্রচার চালিয়ে যাচ্ছিল। তবে, ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে এর সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তালেবান সরকার।