ন্যাটোতে বাড়ছে তুরস্কের প্রভাব
ড. সিনেম চেঙ্গিজ । সূত্র : যুগান্তর, ২৫ মার্চ ২০২৫

তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো দেশটি ১ জুলাই ন্যাটো অ্যালাইড রিঅ্যাকশন ফোর্স অ্যামফিবিয়াস টাস্কফোর্স কমান্ড এবং ল্যান্ডিং ফোর্স কমান্ডের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। ন্যাটোর মধ্যে এটি তুরস্কের জন্য তাৎপর্যপূর্ণ একটি অর্জন। বছরব্যাপী এ দায়িত্বে থাকার সময় তুরস্ক ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার বেশকিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম তদারকি করবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ নেতৃত্ব ন্যাটোর কার্যক্রম এবং সামরিক জোটটির প্রতিরক্ষা কাঠামোতে তার অবদানের স্বীকৃতি।
শুরু থেকেই ন্যাটোর সঙ্গে তুরস্কের সম্পর্ক লেনদেনভিত্তিক। আঙ্কারা প্রথমে সদস্যপদ চেয়েছিল ১৯৪৮ সালে। তবে ১৯৫০ সালে কেবল ‘সহযোগী মর্যাদা’র প্রস্তাব করা হয়। তবে কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পাশাপাশি লড়াই করার জন্য হাজার হাজার সৈন্য পাঠানোর আগ পর্যন্ত ন্যাটোতে শক্তিশালী সমর্থন পায়নি তুরস্ক। ১৯৫১ সালের মে মাসে তুরস্কের সদস্যপদের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাব দেয়। এর পরপরই ন্যাটো একে সমর্থন করে, ১৯৫২ সালে সদস্য হয়ে যায়। ন্যাটোর অংশ হওয়াটাকে তুরস্কে একটি যৌক্তিক পররাষ্ট্রনীতি হিসাবে দেখা হয়। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত হুমকির বিরুদ্ধে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা ছিল ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ন্যাটোসদস্য হিসাবে তুরস্ক জাতীয় নিরাপত্তা পরিচিতি লাভ করে, ইউরোপিয়ান প্রতিরক্ষায় তার বক্তব্য দেওয়ার সক্ষমতা অর্জন করে। তাছাড়া পাশ্চাত্যের মিত্র হিসাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগও পায়। এর বিনিময়ে তুরস্ক জোটের দক্ষিণ এলাকা সুরক্ষার দায়দায়িত্ব গ্রহণ করে, ভূমধ্যসাগর এবং মধ্যপ্রাচ্যে সোভিয়েত সম্প্রসারণের বিরুদ্ধে কৌশলগত বাফার জোন হিসাবে কাজ করে। সোভিয়েত প্রভাব মোকাবিলায় ন্যাটোর কৌশলে তুরস্কের সহযোগিতা ছিল অত্যাবশ্যক।
‘আয়রন কার্টেনের’ প্রতীকী পতন এবং সোভিয়েত ইউনিয়নের অবসানের ফলে মনে হচ্ছিল ন্যাটো অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, পাশ্চাত্যের মিত্রদের কাছে তুরস্কের গুরুত্বও কমে যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা হয়নি। বর্তমানে রাশিয়া তাৎপর্যপূর্ণ খেলোয়াড় হিসাবে বহাল রয়েছে। তুরস্ক-রাশিয়া সম্পর্কে অস্বস্তি থাকলেও মস্কোর সঙ্গে আঙ্কারার ক্রমবর্ধমান সম্পর্ক পাশ্চাত্যের মিত্রদের কাছে তুরস্কের কৌশলগত মিত্রতা বাড়িয়ে দিচ্ছে। অবশ্য, তুরস্কের নীতিমালা সবসময় ন্যাটো এবং ইইউর অংশীদারদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেলায়। ইতিহাসের অন্যতম সবচেয়ে বেশি সময় স্থায়ী সামরিক জোট হলেও বর্তমানে ন্যাটো বৈশ্বিক নিরাপত্তার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বেশ সমস্যায় পড়েছে। এর ঐক্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষ করে কয়েকটি সদস্য দেশের দুর্বল সামরিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের ইউরোপের বদলে প্যাসিফিকের দিকে নজর দেওয়ার বিষয়গুলোর কথা বলা যায়। হুমকিগুলোকে বিবেচনার ব্যাপারেও সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। বিভিন্ন ব্যাপারে তাদের আগ্রহ ভিন্ন।
যুক্তরাষ্ট্রের পর ন্যাটোতে তুরস্কই দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর অধিকারী। ন্যাটোর স্থাপনার দিক থেকেও একই কথা প্রযোজ্য। এসব স্থাপনা এ অঞ্চলে ন্যাটোকে সময়োচিত জবাব দেওয়ার সক্ষমতার আলোকে খুবই তাৎপর্যপূর্ণ। ন্যাটো মিশনগুলোয় সবচেয়ে বেশি অবদান রাখা পাঁচটি দেশের অন্যতম হলো তুরস্ক। তারা আফগানিস্তান ও কসোভোতে ন্যাটোর অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ন্যাটোর দক্ষিণদিক, বিশেষ করে ভূমধ্যসাগরীয় এলাকা, কৃষ্ণসাগর এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখছে। অবশ্য তুরস্কের রাজনীতি সবসময় ন্যাটো ও ইইউর অংশীদারদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বেলায় বিষয়টি বিশেষভাবে প্রযোজ্য। ন্যাটো ও ইইউ তাদের প্রভাব বাড়ানো, অর্থনীতির স্বার্থ জোরদার করা এবং ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিলেও তুরস্ক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর বেশি জোর দেয়। আঙ্কারা মনে করে, তার পাশ্চাত্যের মিত্রদের নীতি অনুসরণ করার চেয়ে নিজের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক এবং স্থিতিশীল অঞ্চল তার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হওয়া উচিত। এর ফলে তুরস্ক তার প্রতিবেশীদের জন্য নিজস্ব পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি অনুসরণ করছে, রাশিয়া ও ইরানের সঙ্গে সতর্কভাবে সম্পর্ক রক্ষা করে চলেছে, ন্যাটো ও ইইউ অংশীদারদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলার নীতি মেনে চলতে চাইছে।