কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

ন্যায্যমূল্যের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে 'কংগ্রো'র শুরু

এক দিকে কৃষকরা সবজির দাম পাচ্ছে না। উৎপাদিত ফসল নষ্ট করে ফেলছে রাগে, দুঃখে, ক্ষোভে। অন্যদিকে ঢাকাসহ বড় শহরগুলোতে দাম চড়া। ভোক্তাদের নাভিশ্বাস। এই অবস্থায় কৃষক ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন রচনা করে উভয়পক্ষকে লাভবান করতে যাত্রা শুরু করলো দেশীয় ব্রান্ড কংগ্রো।

ন্যায্যমূল্যের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে 'কংগ্রো'র শুরু

 

এক দিকে কৃষকরা সবজির দাম পাচ্ছে না। উৎপাদিত ফসল নষ্ট করে ফেলছে রাগে, দুঃখে, ক্ষোভে। অন্যদিকে ঢাকাসহ বড় শহরগুলোতে দাম চড়া। ভোক্তাদের নাভিশ্বাস। এই অবস্থায় কৃষক ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন রচনা করে উভয়পক্ষকে লাভবান করতে যাত্রা শুরু করলো দেশীয় ব্রান্ড কংগ্রো। 

 

৪ জানুয়ারি সন্ধ্যায় ফার্মগেট আউটলেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কংগ্রোর শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেকটর জেনারেল (ডিআইজি) শামীম ইকবাল। এ সময় তার সাথে ছিলেন কংগ্রোর উপদেষ্টা ও বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজু এবং ২৪তম বিসিএস ক্যাডার ড. এজাজুল করিম।

 

উদ্বোধনী সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ইকবাল প্রত্যাশা করেন, কংগ্রো ন্যায্যমূল্যে সবজি সরবরাহ করবে। অবশ্যই ফ্রেশ সবজি সরবরাহ করবে যাতে খুব অল্প দিনেই নগরবাসীর আস্থা অর্জন করা যায়। কংগ্রোর অন্যতম উদ্যোক্তা সৈয়দ নজরুল ইসলাম সুজনও প্রধান অতিথিকে আশ্বস্ত করেন কংগ্রো কথা ও কাজে বিশ্বাসী হবে। 

 

বেলাল আহমেদ রাজু তার বক্তব্যে বলেন, কংগ্রো প্রকৃতপক্ষে একটি সামাজিক ব্যাবসা। যে ব্যাবসার কথা ব্যাপকভাবে প্রচার করেন বর্তমান সরকারের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই ব্যবসার মাধ্যমে আমরা উদ্যোক্তারা যেমন লাভবান হবো, তেমনি লাভবান হবে কৃষক ও ভোক্তা শ্রেণি। অর্থাৎ সকল স্টেক হোল্ডারদের (অংশিজনের) জন্য কল্যাণ বয়ে আনবে কংগ্রো।  

 

অনুষ্ঠানে আরও অংশ নেন- কংগ্রোর ওয়ার্কিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, আহমেদ নোমান, মাথিয়াস পালমা। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিসিএস কনফিডেন্সের ফার্মগেট ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ ফয়সাল। আর অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন অন্যতম পরিচালক তানজিলা আহমেদ উশা।  এ সময় তার সাথে ছিলেন অন্যতম পরিচালক আব্দুস সবুর সবুজসহ অন্যান্য পরিচালকবৃন্দ।। 

 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কংগ্রো জানায়, ২০২৫ সালের ৪ জানুয়ারি থেকে তারা সবজি বিক্রি শুরু করেছে। প্রথম দিকে ঢাকা শহরের নির্দিষ্ট পয়েন্টগুলোতে তারা ভ্যানে করে সবজি বিক্রি করবে। পরে তারা দেশের অন্য বড় শহরগুলোতেও তাদের কর্মকাণ্ডকে সম্প্রসারণ করবে। 

 

কংগ্রো আরও জানায়, তাদের বৈশিষ্ট্য দুইটি। অন্যদের তুলনায় ফ্রেশ সবজি বিক্রি এবং তুলনামূলক কম দামে বিক্রি। কীভাবে কম দামে দেয়া সম্ভব এমন প্রশ্নের জবাবে কংগ্রো কর্তৃপক্ষ বলে, কৃষক থেকে ভোক্তা পর্যায়ে সবজি পৌঁছানোর কয়েকটি স্তর আছে। প্রত্যেক স্তরে লভ্যাংশ যুক্ত হয়। আবার আছে চাঁদাবাজিসহ নানান সংকট। এই সংকটগুলো কাটিয়ে মাঝের স্তরগুলো কমিয়ে ভোক্তার কাছে সবজি পৌঁছাবে কংগ্রো। আর এ জন্যই কম দামে দেয়া সম্ভবপর হবে।

 

প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস অফিসার (পিআরও) এসএম আতিক জানান, ঢাকার ফার্মগেট ইন্দিরা রোডে একটি আউটলেট দিয়ে যাত্রা শুরু হলো কংগ্রোর। শহরের অন্য এলাকাতেও পর্যায়ক্রমে কার্যক্রম শুরু করা হবে। শুধু তাই নয় এক সময় কংগ্রো বিদেশেও সবজি রপ্তানি করবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবজি রপ্তানি বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি। কারণ এতে দেশের রপ্তানি আয় বাড়বে।