রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক শুরু আজ
সংস্কার প্রতিবেদনের সুপারিশের ওপর ৩৮টি দলের কাছে মতামত চেয়ে পাঠানো হলেও এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত দিয়েছে প্রকাশ : নয়া দিগন্ত অনলাইন, ২০ মার্চ ২০২৫

সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐকমত্যের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে এ আলোচনা শুরু হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজ বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সাথে আলোচনা করা করা হবে।
সংস্কার প্রতিবেদনের সুপারিশের ওপর ৩৮টি দলের কাছে মতামত চেয়ে পাঠানো হলেও এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশনের সাথে বৈঠকে সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।