কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ : ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন আলোচনা নিয়ে ধোঁয়াশা

রয়টার্স ও এএফপি [প্রকাশ: প্রথম আলো, ০১ জুন ২০২৫]

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ : ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন আলোচনা নিয়ে ধোঁয়াশা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামীকাল সোমবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক হওয়ার কথা রয়েছে। কিয়েভ জানিয়েছে, তারা আলোচনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তার আগে রাশিয়ার তৈরি করা আলোচনার বিষয়বস্তু দেখতে চায়। এ অবস্থায় শান্তি আলোচনা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

 

 

যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে গত ১৬ মে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। আগামীকাল দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে গত শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিয়েভে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষে তিনি এক্সে লিখেছেন, ‘একটি অর্থবহ বৈঠক হতে হলে স্পষ্ট এজেন্ডা থাকতে হবে। দুর্ভাগ্যবশত, পরবর্তী বৈঠকে যেন কোনো ফল না আসে, তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছুই করছে রাশিয়া।’

 

 

তবে আগামীকাল রাশিয়ার সঙ্গে ইউক্রেন বৈঠকে অংশ নেবেন কি না, সে বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেন, রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতাদের নিয়ে একটি চার দেশীয় বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

 

 

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন রিপাবলিকান সদস্য ও হোয়াইট হাউসের উপদেষ্টা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ট্রাম্পের কাছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রতিনিধিদল ইস্তাম্বুলে যাচ্ছে। সোমবার সকালে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য তারা প্রস্তুত থাকবে।