সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাতেই সারা দেশে এ অভিযান শুরু হয়।
বিবৃতিতে বলা হয়, ‘গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’
আজ এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ রয়েছে। গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে স্বরাষ্ট্র মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের কয়েক ঘণ্টা পরই অভিযান শুরুর সিদ্ধান্ত এল। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাংচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। পরে সেখানে হামলার শিকার হন তারা। ওই ঘটনায় ১৫ জন আহত হন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতাকর্মীরা বলেছেন, হামলায় আহতদের সবাইকেই প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হামলার প্রতিবাদে গতকাল দুপুরে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ শেষে নগরের ভাওয়াল রাজবাড়ী সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
এ সময় আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন। গতকাল রাতের ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে গতকাল সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে মোবাশ্বের হোসেন নামের একজনের হাতে গুলি লাগে। রাতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয়।
এর আগে অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করবে বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হাতিয়ায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ৩টার দিকে রাজধানীর মিন্টো রোডে স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে জড়ো হওয়া লোকজনের সামনে এ কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, ‘পুলিশের লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি এবং সেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে।’ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সে সময় ছাত্র-জনতার মিছিলে গুলি করা হয় বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।