শেষ হলো তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন
সূত্র : বণিক বার্তা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। গতকাল কয়েক পর্বের অধিবেশনের মধ্য দিয়ে পর্দা নামে এবারের সম্মেলনের।
দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। গতকাল কয়েক পর্বের অধিবেশনের মধ্য দিয়ে পর্দা নামে এবারের সম্মেলনের। সম্মেলনে জনগণের কল্যাণ ও সেবায় নিজেদের নিয়োজিত করা, আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা এবং আওয়ামী লীগের কার্যক্রম দমনে জেলা প্রশাসকদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা।
সম্মেলনের শেষ দিন আইন ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ ও জলবায়ু এবং পানি মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লে. জেনারেল (অব.) আবদুল হাফিজ অধিবেশনে অংশ নেন।
গত রোববার তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ ও সমাপনী অনুষ্ঠানসহ ৩৪টি কার্য অধিবেশন ছিল। সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিচারপতি, দুদক চেয়ারম্যানসহ রাষ্ট্রের শীর্ষস্থায়ী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসকরা।