কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তরুণদের সাথে কংগ্রোর মতবিনিময়

কংগ্রো বিসিএস কনফিডেন্সের সিস্টার কনসার্ন...

উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তরুণদের সাথে কংগ্রোর মতবিনিময়

বেকার সংকট বাড়ছে। তরুণ সমাজের বড় অংশ ডিপ্রেশনে। এই তরুণ সমাজের একটি অংশকে স্বাবলম্বী করতে মহাপরিকল্পনা গ্রহণ করেছে কৃষি বিপণন শিল্প প্রতিষ্ঠান কনফিডেন্স এগ্রো (কংগ্রো)। কংগ্রো বিসিএস কনফিডেন্সের সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করে গত বছরের নভেম্বরে।

 

১২ ফেব্রুয়ারি ২০২৫ বিকালে রাজধানীর ফার্মগেটে তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সারা দেশের দুই শতাধিক আগ্রহী তরুণ অংশ নেন। যারা উদ্যোক্তা হয়ে নিজেদের পাশাপাশি দেশের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর বলে সভায় জানান। 

 

অনুষ্ঠানে কংগ্রোর উপদেষ্টা ও বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজু মূল বক্তব্য উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, কংগ্রো উৎপাদকের কাছ থেকে সরাসরি সবজি পৌঁছে দেবে ভোক্তার কাছে। আর এই চেইন গড়ে উঠবে শিক্ষিত তরুণদের দিয়ে। 

 

তিনি জানান, শিক্ষিত ও উদ্যমী তরুণরা সেকেন্ডারি অংশিদার হবে কংগ্রোর। তরুণদের কেবল কংগ্রো চাকরি দেবে না, অংশীদার বানাবে। ফলে কংগ্রোর সাথে জড়িতরা কংগ্রোর গ্রোথের পাশাপাশি নিজেদেরও গ্রোথ দেখতে পাবে। এটি শান্তিতে নোবেলবিজয়ী প্রফেসর ড. ইউনূসের সামাজিক ব্যবসার মডেলকেই অনুসরণ করবে। সবপক্ষই লাভবান হবে কংগ্রোর মাধ্যমে। 

 

মতবিনিময় সভায় কংগ্রোর উপদেষ্টা ড. এজাজ,  কার্যনির্বাহী সদস্য সৈয়দ নজরুল ইসলাম সুজন ও সাজ্জাদ হোসেন, কনফিডেন্সের সিইও এসএম আতিক, পরিচালক তানজিলা আহমেদ উষা ও তাহমিনা আহমেদ ঐশী অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।