কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ বিপজ্জনক: জাতিসংঘ

[সূত্র : বণিক বার্তা, ২২ জুন ২০২৫]

যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণ বিপজ্জনক: জাতিসংঘ

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে সামরিক হামলা চালানোকে মধ্যপ্রাচ্যে এক 'বিপজ্জনক উস্কানি' এবং 'আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি' হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, 'আমি যুক্তরাষ্ট্রের ইরানে বলপ্রয়োগে গভীরভাবে শঙ্কিত। এই অঞ্চল এরইমধ্যে অস্থিরতার কিনারায় রয়েছে। এমন পরিস্থিতিতে এই পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।' খবর সিএনএন।

 

 


তিনি সতর্ক করে বলেন, 'এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে— যার পরিণতি হবে ভয়াবহ, বিশেষ করে বেসামরিক নাগরিকদের জন্য, অঞ্চলটির জন্য, এমনকি পুরো বিশ্বের জন্য।' গুতেরেস সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের আওতায় থেকে উত্তেজনা প্রশমনে ভূমিকা নেয়।

 

 


মহাসচিব আরো বলেন, 'এই বিপজ্জনক মুহূর্তে আমাদের একটিই দায়িত্ব— সহিংসতা বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করা। সামরিক মাধ্যমে এই সংকটের কোনো টেকসই সমাধান নেই। একমাত্র পথ শান্তি, একমাত্র আশা কূটনীতি।'