যানবাহন অধিদপ্তরের ৫৩০ পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

এ ছাড়া ক্লিনার/হেলপার ও নিরাপত্তাপ্রহরী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৯২ জন। একই দিন বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্পিডবোটচালক ও মেকানিক গ্রেড ডি পদের মোট পরীক্ষার্থী ৬৬১ জন। এই পদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া নিয়োগ লাভের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন ফৌজদারি অপরাধ এবং ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা বা তদবির নিয়োগ লাভের অযোগ্যতা হিসেবেই শুধু বিবেচিত হবে বলে এতে সতর্ক করা হয়েছে।
২০২৪ সালের ১৭ নভেম্বর ৫৩০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি যানবাহন অধিদপ্তর।