আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার প্রতি।কারণ আল্লাহ যদি না চাইতেন আমরা কেউই এই অবস্থানে কখনো আসতে পারতাম না। এর পরে আমি আমার মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর তারপরই কৃতজ্ঞতা বিসিএস কনফিডেন্সের প্রতি। বিশেষ করে বেলাল আহমেদ রাজু ভাইয়ের প্রতি। কারণ তার দিক নির্দেশনা, সহযোগিতা ছাড়া এই পর্যন্ত আসা আমার পক্ষে প্রায় অসম্ভব ছিলো।
আমার বক্তব্যের প্রথমেই আমি শুরু স্যার আইজ্যাক নিউটনের একটি কথা উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আসলে কেউই জিনিয়াস না। যে মাথা ঠাণ্ড রেখে ধৈর্য্য ধরে কাজ করতে পারে আসলে সেইই জিনিয়াস। আমিতো মনে করি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ক্যাডার প্রত্যেকেই জিনিয়াস। কারণ আমরা দুই/তিন বছর ধৈর্য্য ধরে পড়ালেখা করেছি। আমরা আমাদের ধৈর্য্যর পরীক্ষা দিয়েছি। লড়াই কন্টিনিউ করতে না পারলে ক্যাডার হতে পারতাম না।
কনফিডেন্সের যারা শিক্ষার্থী তাদের উদ্দেশে বলবো, রাজু ভাইয়ের দিক নির্দেশনা মেনে চলুন তাহলেই সফল হবেন। কোচিংয়ের যে প্ল্যান তার বাইরে নতুন করে কোনো প্ল্যান করার দরকার নেই। আর যারা বিসিএসের কোচিং খুঁজতেছেন তাদেরকে বলবো, কনফিডেন্সে ভরসা রাখতে পারেন। অন্যদের খারাপ বলবো না। তবে কনফিডেন্স ভরসার প্রতিষ্ঠান।
প্রশাসন ক্যাডার
৪৩তম বিসিএস