কল করুন

বিসিএস সম্ভার

Syllabus

ফরমালিনের কেমিক্যাল ফরমুলা কী

চেয়ারম্যান : Introduce yourself.

আমি : I’m Probuz Barua. I have completed Bachelor of Technology in Chemical Engineering from Hindustan Institute of Technology & Science (HITS),  also accomplished MSc in Nuclear Engineering from University of Dhaka. (চেয়ারম্যান স্যার থামিয়ে দেন।)

 

তুমি তো কেমিক্যাল ইঞ্জিনিয়ার! বলো, ফরমালিন কী?

—খাবার, ওষুধ, প্রসাধনীতে সংরক্ষণকারী এবং শিল্প ক্ষেত্রে জীবানুনাশক হিসেবে ব্যবহৃত হয় ফরমালিন।

 

এটার কেমিক্যাল ফরমুলা কী?

—মনে করতে পারছি না, স্যার।

আচ্ছা, ভুটান সম্পর্কে বলো।


—দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র, প্রধানমন্ত্রী লোটে শেরিং। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী দেশটি পরিচালিত হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্রে।

 

কক্সবাজারে রোহিঙ্গাদের উৎপাত কেমন?

—স্যার, রোহিঙ্গাদের জন্য আলাদা জোন করা হয়েছে এবং নির্দিষ্ট স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। উৎপাত অনেকটা কমছে।

 


এর ফলে কী সমস্যার সমাধান হবে?

—না, স্যার। প্রত্যাবর্তন জরুরি। এ ছাড়া তাদের জনশক্তিতে রূপান্তর করা যেতে পারে।

 

এক্সটার্নাল-১ : আপনি চেন্নাই ছিলেন? আমাদের দেশের ট্রাফিক সিস্টেমের সঙ্গে ভারতের তুলনা করুন।


—স্যার, আমি কলকাতা, চেন্নাই  এবং দিল্লিতে গিয়েছি। কলকাতা, দিল্লির চেয়ে চেন্নাইয়ের ট্রাফিক ব্যবস্থা ভালো মনে হয়েছে, স্যার। মেট্রো সার্ভিস এবং ভারতীয় রেলসেবা আমাদের দেশের চেয়েও গোছানো। মোটকথা, অটোমেটিক ট্রাফিক সিস্টেম এবং গাড়ি চালকদের গাড়ি চালনায় শৃঙ্খলা আমাদের দেশের চেয়েও ভালো।

ফরমালডিহাইডের ফর্মুলা কী?

—H-CHO, এর ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়।


 
বিওডি কী?

—বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। (এ ছাড়াDistillation কী?

—আংশিক পাতন প্রক্রিয়া। সাধারণত অপরিশোধিত তেল পৃথক করার জন্য ব্যবহৃত হয় স্যার।

Write the molar flow rate of stream? (একটা ম্যাথ দিয়েছিলেন)

—(আমি চেষ্টা করছি, কিন্তু পারিনি) স্যরি স্যার, এই মুহূর্তে  Solve করতে পারছি না।

এক্সটার্নাল ১ : Define Fick’s Law.

—Diffusion flux from high to low concentration is directly proportional to the concentration gradient.

এক্সটার্নাল-২ : What’s global warming?

—Increasing the Earth’s temp due to the green house gases is known as global warming

আমাদের দেশের প্রেক্ষাপটে Effects of global warming বলেন।

—স্যার, আমাদের সমুদ্রবর্তী এলাকাগুলো ডুবে যাবে। ৩০% কৃষিজমি কমে যাবে।

 

 

What should be Bangladesh’s goals in upcoming COP Conference?

—স্যার, (1) Emphasizing as a vulnerable country.  (2) Financial commitments. (3) Sharing technology and aid for climate refugees.

 

What's Weathering?

—The state of atmosphere at a place.

Saturation of humidity বলতে কী বোঝেন?

—স্যার, এটা হচ্ছে বাতাস যখন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ম্যাক্সিমাম Water Vapor ধরে রাখে।

 

(চেয়ারম্যান স্যারকে উদ্দেশ করে এক্সটার্নাল স্যার বললেন, ‘তাকে ছেড়ে দিই?’ চেয়ারম্যান স্যার সায় দিলেন।)

ধন্যবাদ দিয়ে বের হয়ে আসি।

প্রবুজ বড়ুয়া

বিসিএস (পরিবার পরিকল্পনা), ৪১তম বিসিএস