কল করুন

বিসিএস সম্ভার

Syllabus

  • ইউএনও হলে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন?
    ইউএনও হলে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবেন?

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে পড়াশোনা করেছেন তানিয়া আক্তার। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন তিনি। ভাইভা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ [সূত্র : কালের কণ্ঠ, ১৪ জুন ২০২৫]

  • ভাইভা অভিজ্ঞতা : যশোরে বাল্যবিবাহের হার বেশি হওয়ার কারণ কী?
    ভাইভা অভিজ্ঞতা : যশোরে বাল্যবিবাহের হার বেশি হওয়ার কারণ কী?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে পড়াশোনা করেছেন শারমিন রহমান রিমা। ৪৩তম বিসিএসে তিনি শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ভাইভা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ [সূত্র : কালের কণ্ঠ, ১০ মে ২০২৫]

  • আন্তর্জাতিক বাণিজ্যে তোমার জেলার অবদান কী?
    আন্তর্জাতিক বাণিজ্যে তোমার জেলার অবদান কী?

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগে পড়াশোনা করেছেন তৌহিদ হোসেন। ৪১তম বিসিএসে আনসার ক্যাডারে মেধাক্রমে চতুর্থ হয়েছেন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে সহকারী জেলা কমান্ড্যান্ট। ভাইভা হয়েছিল ২০২২ সালের ১৫ ডিসেম্বর। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ। সূত্র : কালের কণ্ঠ, ১৯ এপ্রিল ২০২৫

  • ফরমালিনের কেমিক্যাল ফরমুলা কী
    ফরমালিনের কেমিক্যাল ফরমুলা কী

    আব্দুন নুর নাহিদ । সূত্র : কালের কণ্ঠ, ১১ জানুয়ারি ২০২৫

  • সংবিধানের মূলনীতিগুলো বলুন
    সংবিধানের মূলনীতিগুলো বলুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শনে পড়েছেন মো. শাহদুদুজ্জামান। তিনি ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (দর্শন) মেধাক্রমে দ্বিতীয় হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

  • কেন কৃষি খাতে সরকার ভর্তুকি দেয়?
    কেন কৃষি খাতে সরকার ভর্তুকি দেয়?

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়াশোনা করেছেন শহিদুল ইসলাম সন্দ্বীপ। ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। এটি ছিল তাঁর প্রথম বিসিএস। ভাইভা বোর্ডে ছিলেন ১৭ মিনিটের মতো। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন আব্দুন নুর নাহিদ

  • এলিয়ট এর একটা কবিতা আছে দেয়ার ইজ নাথিং এগেইন (আবার বলে কিছু নেই )
    এলিয়ট এর একটা কবিতা আছে দেয়ার ইজ নাথিং এগেইন (আবার বলে কিছু নেই )

    আসসালামু আলাইকুম আমাকে কিছু বলার সুযোগ করে দেয়ার জন্য কনফিডেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার বন্ধুদের সাথে আমি একটা কথা প্রায়শই বলতাম। প্রতিবছর কনফিডেন্সের বিসিএস সংবর্ধনা অনুষ্ঠানের ডায়েসে দাঁড়িয়ে নবীন ক্যাডারগণ বক্তব্য পেশ করেন। আমিও একদিন ক্যাডার হবো। বক্তব্য বেশ করবো। কারণ হিসেবে বলতাম, আমার নাম নাজমুল নবীন। আমার নামের মধ্যে নবীন আছে। তাই নবীনকে সংবর্ধনা দেয়া হবে। মজা করে যে গল্পটি বললাম তা আজ সত্যে পরিণত হলো। ভাবতেই ভালো লাগছে। এই মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকতে পেরে আপনাদের সবাইকে আরো একবার অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। টিএস এলিয়ট এর একটা কবিতা আছে দেয়ার ইজ নাথিং এগেইন (আবার বলে কিছু নেই )। আজকের এই মঞ্চে যে ঘটনা একবার ঘটে যাচ্ছে দ্বিতীয়বার এই জীবনে আর কখনো আসবে না। এই যে এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি এর জন্যে আমি অত্যন্ত কৃতজ্ঞ কনফিডেন্স কর্তৃপক্ষের প্রতি। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনার অভিজ্ঞতা কী? আমি বলি আমার অনুভূতি বড় বিচিত্র। এটি আমার প্রথম বিসিএস নয়। এর আগেও আমি বিসিএস দিয়েছি । নন ক্যাডারে সুপারিশ পেয়েছি। এবার আমি ৪৩তম বিসিএসে ক্যাডার সুপারিশ পেয়েছি। তো আমার দুই ধরনের অভিজ্ঞতা আছে। আমি বলবো যে, যারা ক্যাডার হোন তারা শুধু মেধাবি নন ভাগ্যবানও বটে। যারা সফল হতে পারেননি কোনো কারণে তারাও কম মেধাবি নন। আমি প্রত্যাশা করি- রাজু ভাই এবং তার কনফিডেন্স সেই শিক্ষার্থীর পাশেও থাকবে। তাকে সাহস দেবে। অনুপ্রেরণা দেবে। যাতে আগামি সংবর্ধনা অনুষ্ঠানে সে আসতে পারে। রাজু ভাই সবসময় একটা কথা বলেন, আ‌মি কমিটেড লোক, আমি কমিটমেন্টে বিশ্বাসী। তো কমিটেড বা কমিটমেন্ট জিনিসটা আসলে কী? আসলে বিসিএসে আগ্রহী মানুষের অভাব নেই। কিন্তু কমিটেড ক্যান্ডিডেট এর অভাব আছে। যারা কমিটেড থাকে শেষ পর্যন্ত তারা সফল হচ্ছে। শেষ পর্যন্ত কমিটেড ব্যক্তিরা আমার সামনে আছে। আরেকটা বিষয় আমার মনে হয়, এই যে সুপারিশপ্রাপ্ত হয়েছি, এত এত মানুষের অভিনন্দন পাচ্ছি কারণ আমার একটা বসার জায়গা হয়েছে। একটা চেয়ার আমি পেতে যাচ্ছি। আমি তো আগেও আমিই ছিলাম। শুধু একটা চেয়ার পাওয়ায় বেড়ে গেছে সম্মান। তো আমি যেন এই সম্মান ধরে রাখতে পারি। চেয়ারের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি। কনফিডেন্সের ঋণ শোধ হবার নয়। তাই কনফিডেন্সের দীর্ঘায়ু কামনা করি।