এক্সটার্নাল-১ : বিএসটিআইয়ে ইঞ্জিনিয়ার হিসেবে আপনার কাজ কী?
—স্যার, বিএসটিআইয়ে মূলত আমি পরিদর্শক হিসেবে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড ২০১৮’ আইন বাস্তবায়নে কাজ করলেও ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা বেশ কিছু যন্ত্র; যেমন—ডিজিটাল স্কেল, থার্মোকাপল ইত্যাদি যন্ত্র ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন করি। এসব জায়গায় আমাদের কিছু বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ প্রয়োগ করতে হয়।
ক্যালিব্রেশন কী?
—ক্যালিব্রেশন হচ্ছে এমন একটি প্রসেস, যার মাধ্যমে আমরা দেখি কোনো যন্ত্র স্ট্যান্ডার্ড ভ্যালুর সঙ্গে কতটা ডেভিয়েশন দিচ্ছে।
আপনি তো সিভিলের।
ইউটিএম ক্যালিব্রেশন করেছেন?
—দুঃখিত স্যার। ইউনিভার্সাল টেস্টিং মেশিন নিয়ে এখনো কাজ করিনি।
সিভিলের চারটি সেক্টরের (ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্ট, স্ট্রাকচার ও জিওটেক) মধ্যে কোন দুটি থেকে আপনাকে প্রশ্ন করব, বলেন।
—ট্রান্সপোর্টেশন ও এনভায়রনমেন্ট।
এই দুটির মধ্যে সম্পর্ক কী?
—স্যার, কোনো একটি রাস্তা বানানোর আগে আমরা প্রজেক্টের জন্য আগেই এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করি।
গাড়ির সঙ্গে সম্পর্ক নেই?
—জি স্যার। গাড়ির জ্বালানির দহনের সঙ্গে পরিবেশের সম্পর্ক আছে।
এনভায়রনমেন্টাল এলিমেন্টগুলোর দূষণ পরিমাপের প্যারামিটারগুলো সম্পর্কে বলেন।
—পানির জন্য আছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার; যেমন—টারবিডিটি, পিএইচ, টিডিএস ইত্যাদি। বায়ুর জন্য আছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইত্যাদি।
ট্রাফিক জ্যামের জন্য পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে?
—স্যার, জ্বালানির অসম্পূর্ণ দহনের জন্য বায়ু দূষিত হয়, শব্দদূষণ হয়।
এক্সটার্নাল-২ : What is persona non grata?
—Sir according to Vienna convention article 9, a receiving country can anytime announce a diplomate persona non grata and it means he will not receive any more diplomatic amenities in the host country.
Ok, now suppose we are here delegates from outside countries. Give a speech about cultural diversity of Bangladesh.
—Thank you Sir. Ladies and gentlemen, distinguished guest greetings and Assalamu Alikum. I have the honour to represent my country peoples republic of Bangladesh. Bangladesh is one of the most beautiful country in south asia... (বিস্তারিত বললাম)
চেয়ারম্যান : আচ্ছা, আপনার মতে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক সমস্যা কী?
—মুদ্রাস্ফীতি, ডলার সংকট ইত্যাদি।
ব্যাংকিং খাতে কী কোনো সমস্যা আছে?
—ঋণখেলাপি বড় সমস্যা!
কেন কৃষি খাতে সরকার ভর্তুকি দেয়?
—কৃষি খাতে ভর্তুকি দিলে কৃষকরা স্বল্প মূল্যে বীজ ও সার পান।
ফলে তাঁরা চাষাবাদে উৎসাহ পান। এ কারণে আমরা আয়তনে বিশ্বে ৯৫তম হওয়ার পরও বিভিন্ন ফসল উৎপাদনে তৃতীয়, চতুর্থ অবস্থানে আছি।
এসএমই (ক্ষুদ্রঋণ) কিভাবে দেশে অবদান রাখছে? মহিলাদের ঋণ দিয়ে কী লাভ হয়?
—স্যার, ক্ষুদ্রঋণ আমাদের অর্থনীতিতে ইনফরমাল সেক্টর। এ সেক্টরে গতিশীলতা আসছে এবং এর ফলে নারীরা ঘরে বসেই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছেন। বেকারত্ব কমেছে এবং এর ফলে দরিদ্রতা কমছে।