কল করুন

বিসিএস সম্ভার

Syllabus

সংবিধানের মূলনীতিগুলো বলুন

আমার ক্যাডার পছন্দক্রমে ছিল প্রশাসন, পুলিশ ও সাধারণ শিক্ষা। ভাইভা বোর্ডে ছিলাম ২০ মিনিটের মতো।

 

চেয়ারম্যান : কী করেন?

আমি : একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কমর্রত রয়েছি। (ভাইভা-পরবর্তী সময়ে ব্যাংক ও স্বাস্থ্য মন্ত্রণালয়েও কাজের সুযোগ হয়েছিল)।


গত এক দশকে প্রাথমিকের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ডগুলো তুলে ধরুন।

—প্রায় ৩০ হাজার বিদ্যালয় জাতীয়করণ, নতুন শিক্ষাক্রম প্রবর্তন, প্রাক-প্রাথমিক শ্রেণি চালু ইত্যাদি।

প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে এ ক্ষেত্রে কী কী করবেন?

—সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়াতে, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও তদারকি জোরদার করব।

সংবিধান দিবস কবে? সংবিধানের মূলনীতিগুলো বলুন।


—৪ নভেম্বর। মূলনীতি ৪টি—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

১৯৪৮ থেকে ১৯৭১-এর মধ্যে গুরুত্বপূর্ণ সালগুলো বলুন।

—১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১ (ভাষা আন্দোলনের প্রেক্ষাপট থেকে শুরু করে পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ সাল ও ঘটনা তুলে ধরলাম)।


যুক্তফ্রন্টের দলগুলোর নাম বলুন।

—আওয়ামী মুসলিম লীগ (মওলানা ভাসানী), কৃষক শ্রমিক পার্টি (শেরেবাংলা এ কে ফজলুল হক), নেজামে ইসলাম পার্টি (মাওলানা আতাহার আলী), বামপন্থী গণতন্ত্রী পার্টি (হাজী মোহাম্মদ দানেশ)।

বাংলাদেশের কৃষিনির্ভরতা কেমন?

—বাংলাদেশ মূলত কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ শতাংশের বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কী? কোন দেশগুলোতে সবচেয়ে বেশি রপ্তানি হয়?

—তৈরি পোশাক।


একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। যৌথভাবে ইউরোপীয় ইউনিয়নেও রপ্তানি হয়।
 

এক্সটার্নাল-১ : What’s Thrasymachus opinion about Justice?

—Thrasymachus defined Justice as, “Nothing other than the advantage of the stronger”

What is Racism?

—Racism is something which prevent people from enjoying his/her basic human rights. It’s kind of a discrimination based on ethnicity, religion, color of skin etc.

Describe the Philosophical thought of Protagoras.

(‘Man is the measure of everything’ উক্তিটি তুলে ধরে প্রোটাগোরাসের জ্ঞানতত্ত্ব তুলে ধরেছি।)

 

এক্সটার্নাল-২ : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? কে কে শিল্পী ছিলেন?

—১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল (শিল্পীদের মধ্যে এম আর আখতার মুকুল ছাড়া অন্য কারো নাম বলতে পারিনি)।

মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে, এমন কয়েকটা গান বলেন।

—পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি...

উত্তরবঙ্গকে মঙ্গাকবলিত এলাকা বলা হয় কেন?

—মঙ্গা শব্দটি মূলত দারিদ্র্য ও ক্ষুধার ফলে সৃষ্ট চরম সংকটকে নির্দেশ করে। কয়েক দশক আগে আমাদের উত্তরবঙ্গ কৃষি ও শিল্প উৎপাদনে অনেক পিছিয়ে ছিল। ফলে খাদ্যাভাব ও দারিদ্র্যচক্রে আবদ্ধ ছিল এই অঞ্চলের মানুষ। তাই মঙ্গা অঞ্চল হিসেবে পরিচিত হয় উত্তরবঙ্গ। বর্তমানে অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি উপন্যাসের নাম বলুন।

—‘রাইফেল রেটি আওরাত’, ‘আগুনের পরশমণি’, ‘নীল দংশন’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘নেকড়ে অরণ্য’, ‘যাত্রা’, ‘জীবন আমার বোন’ ইত্যাদি।

 

চেয়ারম্যান : শেষ প্রশ্ন, আপনার এলাকার ইপিজেডের নাম কী? সেখানে একটি পণ্য উৎপাদন হয়, যা অন্য ইপিজেডে হয় না।

—দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড ‘উত্তরা ইপিজেড’ (পণ্যটির নাম বলতে পারিনি, সঠিক উত্তর হবে ‘পরচুলা’)।

মো. শাহদুদুজ্জামান

বিসিএস সাধারণ শিক্ষা (দর্শন), ৪৩তম বিসিএস