এই বিভাজনের ফলে ফিলিস্তিনে একক সরকার গঠিত হয়নি।
ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তিতে কে কে স্বাক্ষর করেছিলেন?
—ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে জাতিসংঘের ব্যর্থতা নিয়ে কিছু বলুন।
—আমি মনে করি, এখানে জাতিসংঘের সবচেয়ে বড় ব্যর্থতা হলো দীর্ঘস্থায়ী এই সংকটের কোনো স্থায়ী, কার্যকর ও বাস্তবসম্মত সমাধান দিতে না পারা।
কভিডের সময় সরকার কী কী পদক্ষেপ নিয়েছিল?
—কভিডের সময় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। যেমন—মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাধারণ ছুটি, লকডাউন, গণপরিবহন বন্ধ, অনলাইন ক্লাস, টিকাদান কর্মসূচি ইত্যাদি।
কোন দেশ থেকে সবচেয়ে বেশি টিকা এসেছিল?
—সবচেয়ে বেশি টিকা এসেছিল চীন থেকে।
এক্সটার্নাল-১ : What is the relation between business & ethics? Tell the 3 main theories.
- Business and ethics are deeply interrelated because ethical principles guide businesses to operate fairly, responsibly, and sustainably. Three main theories are 1.utilitarianism, 2. deontology and
3.virtue ethics.
What are the scope of corporate social responsibility?
- The scope of corporate social responsibility include Environmental responsibility, Social responsibility, Ethical business practices, Economic responsibility.
আপনি সুপিরিয়র হলে অধীনস্থের প্রতি কী কী দায়িত্ব পালন করবেন?
—সুপিরিয়র হলে কর্মক্ষেত্রে ন্যায্যতা, সহানুভূতি ও জবাবদিহি নিশ্চিত করব। যাতে অধীনস্থরা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারে।
Who is the father of environmental philosophy?
(দর্শনের শিক্ষার্থী হয়েও এই উত্তরটা ভুলে গিয়েছিলাম। উত্তর : Arne Naess) Scope of environmental philosophy.
- Environmental philosophy explores the moral, ethical, and spiritual relationship between humans and the natural world.
Sectors of Ideal state?
- According to Plato, there are three sectors of ideal state, 1. Rulers (Philosopher Kings),
2. Auxiliaries (Soldiers) and 3. Producers (Farmers, Artisans, Merchants).
Tell about Philosopher king.
- The philosopher king is a concept, popularized by Plato in his ‘Republic’. Philosopher King is an ideal ruler who possesses both wisdom and virtue.
গ্রিন ট্যাক্স কী?
—গ্রিন ট্যাক্স হলো একটি কর, যা পরিবেশদূষণকারী কার্যক্রমের ওপর আরোপ করা হয়, যেন মানুষ পরিবেশবান্ধব পন্থা গ্রহণে উৎসাহিত হয়।
মুদ্রানীতি কে প্রণয়ন করে? বছরে কয়বার? —বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন করে। বছরে দুবার।
এক্সটার্নাল-২: ‘ব্যাংক রেট’ কী?
—বাংলাদেশ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংককে টাকা ধার দেয়, সেই সুদের হারকে ব্যাংক রেট বলা হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ কী?
—দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণ হলো সরবরাহের ঘাটতি, মূল্যস্ফীতি, দুর্নীতি ও মজুদদারি।
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধে কী করতে হবে?
—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা, টিসিবির কার্যক্রম জোরদার এবং উৎপাদন বাড়ানোর মতো বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
(সাম্প্রতিক বিষয়ে আরো দুটি প্রশ্নের পর ভাইভা শেষ হয়।)