আমি শিক্ষার্থীদের পছন্দকে গুরুত্ব দিয়ে কখনোই কথা বলিনি। আমি সবসময় গুরুত্ব দিয়েছি শিক্ষার্থীদের প্রয়োজনকে। এই ভিডিয়োতে যে কথাগুলো বলেছি- সেগুলো জনপ্রিয় কথা নাও হতে পারে। কিন্তু কথাগুলো একজন ফ্রেশারের জন্য অতি গুরুত্বপূর্ণ, এটি আমি দাবি করতেই পারি। যেহেতু এই বিষয় নিয়ে কাজের আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
বিসিএস কনফিডেন্সের সেবায় নব-সংযোজন ফাউন্ডেশন কোর্স। দেখছি অনেকেই এখন এই নামে কোর্স অফার করছেন। কিন্তু শিক্ষার্থীরাই বলতে পারবে, এই কোর্স প্রথম কে আনলো? যাইহোক কোর্সটি কেনো, কী আছে, কত দিন চলবে (?) সেই প্রশ্নগুলোর উত্তর আছে এই সংক্ষিপ্ত ভিডিয়োতে।