
এটি স্পষ্ট যে, চীন অপারেশন সিঁদুরের আগে এবং সময় পাকিস্তানকে সাহায্য করেছিল। স্যাটেলাইট অ্যাক্সেস, রাডার তথ্য এবং বৈদ্যুতিক যুদ্ধের তথ্যাদি রিয়েল টাইমে পাকিস্তান পেয়েছে। তাই ভারত আক্রমণ চালানোর পাঁচ মিনিটের মধ্যে পাকিস্তান পাল্টা আঘাত করতে পেরেছে। মো: বজলুর রশীদ [সূত্র : নয়া দিগন্ত, ১ জুন ২০২৫]