কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কত দূর

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কমিশনের পক্ষে জুলাই মাসের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ প্রণয়নের কাজ শেষ করা সম্ভব হবে। বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে নানা মতাদর্শের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা একটি দুরূহ বিষয় সন্দেহ নেই। তবে প্রধান প্রধান বিষয়ে যদি একমত হতে পারে তা হবে জাতির জন্য একটি বড় অর্জন। শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সমগ্র জাতি যেভাবে ঐক্যবদ্ধভাবে বিজয়ী হয়েছে, তাতে এটা প্রমাণিত হয়েছে, সবাই গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও মানবিক মর্যাদা সমুন্নত রেখে রাষ্ট্র সংস্কারের পক্ষে রয়েছেন। আমরা আশা করতে পারি, আমাদের নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও রাষ্ট্র সংস্কারে আমরা ঐক্যবদ্ধ হতে পারব। একইসাথে আগামী প্রজন্মের জন্য একটি গর্বিত বাংলাদেশ নির্মাণ করতে পারব। ড. মিয়া মুহাম্মদ আইয়ুব [সূত্র : নয়াদিগন্ত, ২০ জুন ২০২৫]