কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

অভ্যুত্থান-পরবর্তী ছাত্র-যুবসমাজের প্রতি

ছাত্র ও যুবসমাজের প্রতি সাধারণ মানুষের সতর্ক আবেদন, গোটা জাতির আশা-আকাক্সক্ষার প্রতি আপনারা বিশ্বস্ত থাকুন। সব দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা, বিভেদ অতিক্রম করে জাতীয় ঐক্যের প্রশ্নে ইস্পাত কঠিন দৃঢ় থাকুন। প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হোন। তরুণদের প্রতি প্রত্যয়ী থাকুন। বাংলাদেশ রাষ্ট্র গঠনের সংগ্রাম ও গণতন্ত্রের সংগ্রামের ভারসাম্য নিশ্চিত করুন। বিভেদের সুযোগে পলাতক স্বৈরাচার ও দেশজ স্বৈরাচার যেন সর্বনাশের কারণ হয়ে না দাঁড়ায় এ বিষয়ে সদা সতর্ক থাকুন-ড. আবদুল লতিফ মাসুম । সূত্র : নয়া দিগন্ত, ২৭ ফেব্রুয়ারি ২০২৫