কল করুন

কারেন্ট অ্যাফেয়ার্স

যুদ্ধের দামামা : বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ

ইরান আক্রমণে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ইসরাইল কোনো কারণ ছাড়াই সামরিক শক্তির জোরে আমেরিকার সমর্থন নিয়ে এটি করতে পারছে। এই অস্থির সময়ে পুরনো বিশ্ব ব্যবস্থা ধসে যাচ্ছে। ক্রিমিয়া দখল করে নিয়েছে রাশিয়া, ইউক্রেনে হামলা করেছে। এগুলো নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক বিধিব্যবস্থা, আইনকানুন গ্রাহ্য করা হচ্ছে না। শক্তিশালী দেশগুলোকে যা খুশি করার ন্যায্যতা দেয়া হচ্ছে। ভারত থেকে উসকানি দেয়া হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অংশ দখলে নেয়ার। বিপরীতে বাংলাদেশের উদাসীনতা লক্ষণীয়। এই হুমকি মোকাবেলা করতে হলে অঞ্চলিক ও পরাশক্তির সাথে দ্রুততার সাথে আমাদের মৈত্রী চুক্তি দরকার জসিম উদ্দিন [সূত্র : প্রথম আলো, ১৮ জুন ২০২৫]

ইসরাইল-ইরান যুদ্ধের বিপজ্জনক মোড়

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ‘অনেক দেরি হওয়ার আগেই বিশ্বকে নেতানিয়াহুকে আটকাতে হবে। বিশ্ব নেতাদের নীরবতা লজ্জাজনক। আমরা লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানের জনগণকে সমর্থন করি।’ মাসুম খলিলী [প্রকাশ : নয়াদিগন্ত, ১৭ জুন ২০২৫]

শুল্কযুদ্ধ ও বিপন্ন বিশ্বায়নে কী করতে পারে বাংলাদেশ

সাম্প্রতিককালে পশ্চিমা বিশ্বে বিশ্বায়নের বিরুদ্ধে অসন্তোষ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ককে হাতিয়ার হিসেবে যেভাবে ব্যবহার করছেন তা, নজিরবিহীন। বর্তমান পরিস্থিতিতে সমস্যাটির বিভিন্ন দিক পর্যালোচনা করে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদের জন্য কীভাবে পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে লিখেছেন- রিজওয়ানুল ইসলাম [সূত্র : প্রথম আলো, ১৮ জুন ২০২৫]