
ভারতে প্রায় দেড় বছর ধরে নকশালপন্থী বা মাওবাদীদের বিরুদ্ধে সরকার যে অভিযান চালাচ্ছে, তাতে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে। ২১ মে সিপিআই-মাওবাদীর দলের শীর্ষ নেতার মৃত্যুর পর ধরে নেওয়া হচ্ছে যে মাওবাদীদের শেষের শুরু হয়ে গেছে। ভারতে নকশালরা কেন বারবার ব্যর্থ হচ্ছে, তা নিয়ে লিখেছেন শুভজিৎ বাগচী [সূত্র: শুভজিৎ বাগচী, ০১ জুন ২০২৫]