
সিত্তের পতনকালে মিয়ানমারের গৃহযুদ্ধে নতুন উপাদান মিয়ানমারের যুদ্ধসংস্কৃতির নতুন আইনগত সংস্কার বাংলাদেশের জন্যও ভাবনার বিষয় হতে পারে। সীমান্তের ওপারে অতীতে বাংলাদেশ কেবল সশস্ত্র বামার ও রাখাইনদের কথাই জেনেছে। এখন প্রাইভেট ফোর্সগুলো সম্পর্কেও ওয়াকিবহাল থাকা জরুরি হয়ে পড়তে পারে। মিয়ানমারে গৃহযুদ্ধের নতুন উপাদান নিয়ে লিখেছেন -আলতাফ পারভেজ । সূত্র : প্রথম আলো, ০১ মার্চ ২০২৫








